ঢাকা: জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বনাম সিলেট ম্যাচে দ্বিতীয় দিনে মাত্র ৩০.২ ওভার খেলা হয়েছে। সকালের বৃষ্টিতে দুই সেশন নষ্ট হওয়ার পর বিকেলে আলোর স্পল্পতার কারণে খেলা বন্ধ করে দেন ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়াররা।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৫২ রান তুলেছে সিলেট। রাহাতুল ফেরদৌস ৫৬ ও এনামুল হক (জুনি:) ০ রানে অপরাজিত রয়েছেন।
আগের দিনের করা ৪ উইকেটে ২৪০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সিলেট। ৭২ রানে অপরাজিত থাকা রাজিন সালেহ এদিন মাত্র ২ রান যোগ করে ব্যক্তিগত ৭৪ রানে সাজঘরে ফেরেন।
৭০ রানে অপরাজিত থাকা রুমান আহমেদ ১০ রান যোগ করে ৮০ রানে এলবিডব্লুউ হন। আবুল হাসানের ৩২ ও রাহাতুলের অপরাজিত ৫৬ রানে ভর করে সাড়ে তিনশ’র উপরে স্কোর দাঁড় করায় সিলেট।
চট্টগ্রামের পক্ষে নাবিল সামাদ তিনটি, মেরাজুল হক ও মো: সাইফু্দ্দিন দুটি করেন উইকেট নেন।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসকে/এমএমএস