ঢাকা: রাজকোটে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচে মোবাইল ইন্টারনেট নিষিদ্ধ করা হয়েছে। রোববারে (১৮ অক্টোবর) এ ম্যাচের আগে প্যাটেল সম্প্রদায়ের প্রধান হার্দিক প্যাটেল খেলাটি বানচালের হুমকি দেওয়ায় পুরো জেলায় একদিনের জন্য মোবাইল ইন্টারনের বন্ধের ঘোষণা দেন ডিস্ট্রিক কালেক্টর মানিশা চন্দ্রা।
এ ব্যাপারে মানিশা বলেন, ‘আমরা ১৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। এই সুবিধেটি নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র শান্তি রক্ষার্তে। আর ম্যাচ চলাকালীন যে কোন ধরনের গুঞ্জন এড়াতেও এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ’
এর আগে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, হার্দিক প্যাটেল নিজের সম্প্রদায়ের লোকদের খেলা দেখতে না দেওয়ার অজুহাতে ম্যাচটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন।
ভারতের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসা প্যাটেল সম্প্রদায় ভারত ও দক্ষিণ আফ্রিকা দলকে রাজকোটে তৃতীয় একদিনের ম্যাচে মাঠে ঢুকতে দেবে না বলে জানিয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) সমতায় থাকা সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিক টিম ইন্ডিয়া এবং সফরকারী প্রোটিয়ারা।
গুজরাটে প্যাটেল সম্প্রদায়ের সংরক্ষণ নিয়ে বহু আগে থেকেই আন্দোলন করে আসছে হার্দিকের সর্মথকরা। আন্দোলনরত সম্প্রদায়টি ভারত-দ. আফ্রিকা ম্যাচ দেখতে চেয়ে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে টিকিট চেয়েছিল। কিন্তু, টিকিট পেতে ব্যর্থ হওয়ায় সম্প্রদায়টি ম্যাচ বানচালের হুমকি দেয়।
ভারত-প্রোটিয়া তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দর্শকরা মাঠে বোতল নিক্ষেপ করেছিল। পরে সিরিজের বাকি ম্যাচগুলোতে বোতল নিষিদ্ধ করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৫
এমএমএস