ঢাকা: প্রথম বিভাগ ক্রিকেট লিগের ২০১৫-১৬ মৌসুমের খেলা রোববার (২৫ অক্টোবর) মাঠে গড়িয়েছে। প্রথম দিনে ঢাকার বিভিন্ন ভেন্যুতে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।
প্রথমবারের মতো মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গড়াচ্ছে প্রথম বিভাগের ম্যাচ।
সকালে হোম অব ক্রিকেটে প্রথম বিভাগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব ও উদয়াচল ক্লাব। এর আগে মিরপুরে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি মাহবুব আনাম। এ সময় তার সঙ্গে ছিলেন বিসিবি’র প্রধাণ নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
বাকি চার ম্যাচের তিনটিই অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে। বিকেএসপির তিন নম্বর মাঠে ৠাপিড ফাউন্ডেশনের বিপক্ষে লড়ছে আজাদ স্পোর্টিং ক্লাব।
দুই নম্বর মাঠে সিটি ক্লাবে মুখোমুখি হয়েছে ইয়াং পেগাসাস। চার নম্বর মাঠে ধানমন্ডি প্রগতি সংঘের বিপক্ষে খেলছে উত্তরা স্পোর্টিং ক্লাব। এছাড়া ফতু্ল্লার আউটার স্টেডিয়ামে সুর্যতরুণের বিপক্ষে খেলছে বিকেএসপি।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ২৫ অক্টোবর, ২০১৫
এসকে/এমএমএস