ঢাকা: প্রথম দিন শতক হাঁকিয়ে রংপুরের ওপেনার তারিক আহমেদ বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিলেন। দ্বিতীয় দিনে নাঈম ইসলাম ও ধিমান ঘোষ সেঞ্চুরি করে রংপুরকে নিয়ে গেলেন রানের চূড়ায়।
জবাবে দ্বিতীয় দিন শেষে ঢাকা বিভাগ তুলেছে দুই উইকেটে ৭৮ রান। ৪৪ রান এসেছে ওপেনার সাইফ হাসানের ব্যাট থেকে। মোশাররফ হোসেন ২৬ ও রকিবুল হাসান ১ রানে অপরাজিত রয়েছেন।
রংপুরের হয়ে একটি করে উইকেট নিয়েছেন সাজেদুল ইসলাম ও শুভাশিষ রায়।
এর আগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিনের করা তিন উইকেটে ২৬৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে রংপুর। ৯০ রানে অপরাজিত থাকা নাঈম ইসলাম তুলে নেন নেন সেঞ্চুরি। ১০০ রান পূর্ন করে দেওয়ান সাব্বিরের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন এ ডানহাতি ব্যাটসম্যান। প্রথম শ্রেনির ক্রিকেটে এটি নাঈমের ১৮তম শতরানের ইনিংস।
ঢাকা বিভাগের হয়ে দেওয়ান সাব্বির চারটি, নাজমুল ইসলাম তিনটি, মোহাম্মদ শরিফ দু’টি ও মোশাররফ হোসেন একটি উইকেট নেন।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসকে/আরএম