ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়েকে হারালো আফগানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়েকে হারালো আফগানরা ছবি: সংগৃহীত

ঢাকা: স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-২ এ জিতে নেওয়া আফগানিস্তান দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিও জিতে নিয়েছে। জিম্বাবুয়েকে ৬ উইকেট হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল আফগানরা।



ওয়ানডেতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর বুলাওয়াতে কুইন্স স্পোর্টস ক্লাবে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামে আফগানিস্তান। আগে ব্যাটিং করা জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া ১৫৪ রানের টার্গেট ৪ উইকেট হারিয়ে আর ৫ বল হাতে রেখে টপকে যায় আফগানরা।

আগে ব্যাটিং করে জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৫৩ রান। দলের হয়ে ইনিংস সর্বোচ্চ রান আসে ওপেনার সিকান্দার রাজার ব্যাট থেকে। আরেক ওপেনার চিভাবা করেন দ্বিতীয় সর্বোচ্চ রান। এ দুই ওপেনার উদ্বোধনী জুটি থেকে তুলে নেন ১০০ রান।

ব্যক্তিগত ৫৯ রান করতে সিকান্দার রাজা মোকাবেলা করেন ৪১ বল। তার ইনিংসে ছিল ৫টি চারের সঙ্গে একটি ছক্কার মার। ৪৭ বলে ৬টি চারে ৫৪ রানের ইনিংস আসে চিভাবার ব্যাট থেকে।

শেন উইলিয়ামস ১৬, দলপতি এলটন চিগুম্বুরা ১২ রান করেন।

আফগানদের হয়ে তিনটি উইকেট তুলে নেন দৌলত জাদরান। এছাড়া একটি করে উইকেট পান মোহাম্মদ নবী এবং রশিদ খান।

১৫৪ রানের জবাবে ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করে অপরাজিত থাকেন নাজিবুল্লাহ জাদরান। ২৬ বলে দুটি করে চার ও ছয়ে তিনি ইনিংস সাজান। ২৫ বলে দুটি ছক্কায় ৩৩ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মোহাম্মদ নবী।

ওপেনার মোহাম্মদ শাহজাদ ৩৪ ও আরেক ওপেনার উসমান গনি করেন ১৩ রান। এছাড়া তিন নম্বরে নামা করিম সাদিক ১৭, চার নম্বরে নামা আসঘার স্তানিকজাই ১৮ রান করেন।

সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ২৬ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।