ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভূমিকম্পের ঘটনায় শোকাহত ইউনিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
ভূমিকম্পের ঘটনায় শোকাহত ইউনিস ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানে ভূমিকম্পে নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন দেশটির ব্যাটিং তারকা ইউনিস খান। সোমবার (২৬ অক্টোবর) মধ্য-দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ৩৩৫ জন নিহত হয়।

এর মধ্যে পাকিস্তানের রয়েছেন ২৫৩ জন।

পাকিস্তানের হয়ে রেকর্ডধারী এ ব্যাটসম্যান ইংল্যান্ডের বিপক্ষে দুবাই টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন। সেই সঙ্গে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে মিসবাহ বাহিনী।

শোক জানাতে গিয়ে ইউনিস বলেন, ‘আমরা এখানে জয় পেয়েছি। তবে আমাদের মন পড়ে রয়েছে পাকিস্তানে। যেখানে ভূমিকম্পে প্রচুর মানুষ নিহত হয়েছেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এ জয় উদযাপন করবো না। ’

তিনি ‍আরো বলেন, ‘আমি যত দ্রুত সম্ভব দেশে ফিরে ক্ষতিগ্রস্থদের দেখে আসবো। তাদের প্রতি আমাদের পুরো দলের সমবেদনা রইল। ’

ইউনিস প্রথম পাকিস্তানি হিসেবে টেস্টে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। দুবাই টেস্টে অভিজ্ঞ এ ক্রিকেটার ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি পূর্ণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।