ঢাকা: পাকিস্তানে ভূমিকম্পে আহতদের দেখতে পেশোয়ারে ছুটে গিয়েছেন দেশটির টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি। সেখানে তিনি ৫ মিলিয়ন পাকিস্তানি রূপি দান করার সিদ্ধান্ত জানান।
পরে তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’ দেশের আনাচে-কানাচে ভূমিকম্পে আহতদের সাহায্যে কাজ করে যাবে।
মধ্য-দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত ৩৩৫ জন মারা গেছেন বলে জানা যায়। এর মধ্যে পাকিস্তানের ২৫৩ জন রয়েছেন। আহত হয়েছেন আরও হাজার হাজার পাকিস্তানি।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ২৭ অক্টোবর ২০১৫
এমআর