ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিরাপত্তার কারণে সিরিজ স্থগিত করেনি দ. আফ্রিকা

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
নিরাপত্তার কারণে সিরিজ স্থগিত করেনি দ. আফ্রিকা ছবি : সংগৃহীত

ঢাকা: নিরাপত্তার কারণে নয়, বাংলাদেশ সফরের জন্য দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলে ডাক পাওয়া কয়েকজন ক্রিকেটারের পরীক্ষা থাকার কারণেই দ্বিতীয় দফায় বাংলাদেশ সফরে আসেনি প্রোটিয়া মেয়েরা।

মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন, বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন।

এ প্রসঙ্গে সুজন আরও বলেন, তারা না এলেও বিসিবি’র সঙ্গে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের নিয়মিতই যোগাযোগ আছে এবং বিসিবিও প্রস্তুত আছে। তারা যখন আসতে চাইবে আমরা তখনই খেলবো।

মূলত দক্ষিণ আফ্রিকান দলে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে এই মুহূর্তে দলটি পুরোপুরি প্রস্তুত না হওয়ায় এ দফায় দলটি বাংলাদেশে আসেনি। তবে, তারা সিরিজ বাতিল করেনি, যোগ করেন সুজন।

এর আগে প্রথম দফায় ১৫ অক্টোবর দক্ষিণ আফ্রিকার মেয়েদের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও নিরাপত্তা ইস্যুতে তা স্থগিত হয়। এরপর দ্বিতীয় দফায় দলটির ৩ নভেম্বর বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও চারটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা থাকলেও আপাতত তা হচ্ছেনা।

এদিকে, দক্ষিণ আফ্রিকাকে নিয়ে চিন্তিত না হয়ে বিসিবি বিকল্প হিসেবে ইতোমধ্যেই ভেবে রেখেছে জিম্বাবুইয়ান নারী দলের সঙ্গে সিরিজ আয়োজনের কথা। চলতি মাসের ১৪-১৫ তারিখে দলটি বাংলাদেশ সফরে আসবে বলে জানালেন, বিসিবির সিইও।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন কক্সবাজারে অবস্থান করছে। প্রোটিয়াদের বিপক্ষে সব ম্যাচ সেখানেই হবার কথা ছিল। গেল ১ নভেম্বর কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে সালমা, জাহানারারা। আর এই সিরিজকে সামনে রেখে সেখানে তারা নিয়মিতই অনুশীলন করছে।

দক্ষিণ আফ্রিকা সিরিজ স্থগিত করলেও কোন ক্ষতি হচ্ছেনা টাইগ্রেসদের। এমাসেই ব্যাংককে বাংলাদেশ নারী দলের আইসিসি কোয়ালিফাইং রয়েছে। তাই কক্সবাজারের অনুশীলন বিফলে যাবেনা বলে মত দিলেন বিসিবির সিইও।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ৩ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।