ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিউইদের টি-২০ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
কিউইদের টি-২০ দল ঘোষণা ছবি : সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে আগেই ছিটকে পড়েন টিম সাউদি। দলের অন্যতম সেরা পেসারকে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।



তিন বছরেরও অধিক সময় পর নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন ২৯ বছর বয়সী লেগস্পিন অলরাউন্ডার টড অ্যাস্টল। কিউইদের হয়ে একটি মাত্র টেস্ট খেলা অ্যাস্টল এবার সীমিত ওভারের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায়। অন্যদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম তিন ম্যাচে খেলা লেগস্পিনার ইশ শোধি বাদ পড়েছেন।

এদিকে, সাউদি ছাড়াও ইনজুরির কারণে দলে নেই নাথান ম্যাককালাম। আর প্রথম ম্যাচে বিশ্রামে থাকবেন রস টেইলর। তাই সিরিজের প্রথম টি-টোয়েন্টির জন্য উইকেটরক্ষক-ব্যাটসম্যান টম লাথামকে দলে রাখা হয়েছে।

অকল্যান্ডে আগামী শুক্রবার (১৫ জানুয়ারি) দু’দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি দু’টি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ১৭ ও ২২ জানুয়ারি। টি-টোয়েন্টি শেষে রয়েছে তিন ম্যাচের (২৫, ২৮ ও ৩১ জানুয়ারি) ওয়ানডে সিরিজ।

নিউজিল্যান্ড টি-২০ স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, মার্টিন গাপটিল, গ্রান্ট এলিয়ট, কোরি অ্যান্ডারসন, টম লাথাম (শুধুমাত্র প্রথম ম্যাচ), কলিন মুনরো, মিচেল ম্যাকক্লেনাগান, টড অ্যাস্টল, অ্যাডাম মিলনি, লুক রনকি, মিচেল সান্টনার, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।