ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে টিকিটের মূল্য নির্ধারণ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৩, জানুয়ারি ১২, ২০১৬
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে টিকিটের মূল্য নির্ধারণ

ঢাকা: আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের টাইটেল স্বত্ব পেয়েছে ওয়ালটন। সিরিজটির নাম হবে, ‘ওয়ালটন টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ২০১৬ পাওয়ার্ড বাই মার্সেল’।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন সিরিজের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করে।
 
আসন্ন সিরিজের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। ম্যাচের টিকিট পাওয়া যাবে খুলনার শহরের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি)।
 
বিসিবি থেকে জানানো হয়, এবারের আসরে টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা। আর সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা।
 
বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের টিকিটের দাম:
গ্র্যান্ড স্ট্যান্ড নর্থ/সাউথ: ১ হাজার টাকা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ড: ৫০০ টাকা
ক্লাব হাউজ: ৩০০ টাকা
ওয়েস্টার্ন স্ট্যান্ড: ১৫০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড: ১০০ টাকা
 
সিরিজের প্রথম ম্যাচটি ১৫ জানুয়ারি। দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ ম্যাচটি একই ভেন্যুতে যথাক্রমে ১৭, ২০ ও ২২ জানুয়ারি।
 
বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, ১২ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।