ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্রাহ্মণবাড়িয়ায় শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেট ম্যাচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেট ম্যাচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে ‘ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন’ আয়োজিত শারীরিক প্রতিবন্ধীদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর গ্লোরিয়াস প্রতিবন্ধী ক্রিকেট দল ও ব্রাহ্মণবাড়িয়ার ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল খেলায় মুখোমুখি হয়।



বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে খেলা শুরু হয়ে বিকেল অবধি চলে। খেলা শুরুর আগে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন।

এতে সভাপতিত্ব করেন, ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হেদায়েতুল আজিজ। অনুষ্ঠানে ফাউন্ডেশেনের উপদেষ্টা মুক্তি খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খেলায় গাজীপুর জেলার গ্লোরিয়াস প্রতিবন্ধী ক্রিকেট দল ১৬ রানে জয়লাভ করে। প্রথমে ব্যাট করতে নেমে গাজীপুর গ্লোরিয়াস প্রতিবন্ধী ক্রিকেট দল ১০৬ রান করে। পরে ব্রাহ্মণবাড়িয়াস্থ শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল ৯০ রানে অলআউট হয়।

খেলা শেষে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের অধিনায়ক মহসীনের হাতে ট্রফি তুলে দেন।

এসময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা নিশাত, ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের উপদেষ্টা মুক্তি খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।