ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরি করে সুখবর পেলেন ভারতীয় ওপেনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
সেঞ্চুরি করে সুখবর পেলেন ভারতীয় ওপেনার ছবি : শে‍ায়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যাঙ্গালুরুতে আইপিএলের খেলোয়াড় নিলাম যখন শুরু, তখন ফতুল্লার ২২ গজে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের দুই ওপেনার রিশাব পান্ত ও ইশান কিষান। নামিবিয়ার বিপক্ষে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে ওপেনিং জুটি এদিন বড় না হলেও বড় একটি খবরই ইনিংস চলাকালীন পেলেন তারা।



বয়সভিত্তিক ক্রিকেট শেষ করার আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেয়ে গেলেন এ দুই ওপেনার। নিলামে অনভিষিক্ত ক্রিকেটার ক্যাটাগরিতে প্রথমে নাম লেখান কিষান। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের এ অধিনায়ককে ৩৫ লাখ রূপিতে (ভিত্তি মূল্য-১০ লাখ রূপি) কিনে নেয় গুজরাট লায়ন্স।

কিষানের ওপেনিং পার্টনার রিশাব পান্তকে চড়া মূল্যে (১ কোটি ৯০ লাখ রূপি) কিনে নেয় দিল্লি ডেয়ারডেভিলস। এ বাঁহাতি ব্যাটসম্যানেরও ভিত্তি মূল্য ছিল ১০ লাখ রূপি।

চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দিয়েই পান্ত পেয়েছেন ক্যারিয়ারে নতনু মোড়।   নেপালের বিপক্ষে মাত্র ১৮ বলে অর্ধশতকের পর আজ (৬ ফেব্রয়ারি) কোয়ার্টার ফাইনাল ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলেন ৯৬ বলে ১১১ রানের অসাধারণ ইনিংস। সেঞ্চুরির দিন দারুণ এক সুখবরই পেলেন এ উঠতি ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।