ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাহানে-রোবেনের জার্সি বদল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
রাহানে-রোবেনের জার্সি বদল ছবি:সংগৃহীত

ঢাকা: ভারতে চলছে দেশটির সবচেয়ে বড় উৎসব দিওয়ালি। এমন উৎসবে মেতে থাকেন দেশের সব ক্রিকেটাররাও।

আর এবারের দিওয়ালিতে ভারতীয় ব্যাটসম্যান আজিঙ্কে রাহানের জন্য একটু বিশেষই বটে। কারণ তার জন্য উপহার এসেছে সুদূর জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ থেকে।

গত রোববার বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন রাহানের জন্য উপহার পাঠান। তবে ডানহাতি ব্যাটসম্যান রাহানেও প্রতিশ্রুতি দেন তিনি ভারতীয় জার্সি পাঠাবেন।

একদিন পর জার্মান জায়ান্ট দলটির কাছে নিজের নামের জার্সিটি পাঠান। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জার্সিটি পৌঁছানোর খবর নিশ্চিত করেন রাহানে। যেখানে দলটির অফিসিয়াল পেজে ডাচ তারকা রোবেন জার্সিটি নিয়ে একটি ছবির পোজ দেন।

ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘আজিঙ্কে রাহানের থেকে আরিয়েন রোবেন দিওয়ালির উপহার গ্রহণ করলো। আশাকরি প্রতিটি ভারতীয় ভক্তের দিওয়ালি ভালো কাটবে। ’

এদিকে ব্যস্ত সময়ের মধ্য দিয়েই দিওয়ালি উপভোগ করছেন রাহানে। কারণ ক’দিন আগেই শেষ হলো নিউজিল্যান্ড সিরিজ। আর বাংলাদেশ সফর শেষে ভারতে যাচ্ছে ইংল্যান্ড। যেখানে দু’দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।

অন্যদিকে ইনজুরির কারণে এবারের মৌসুমে বাভারিয়ানদের হয়ে নিয়মিত হতে পারছেন না রোবেন। এই মৌসুমে তিনি পাঁচ ম্যাচে করেছেন তিনটি গোল।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।