ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শিরোপার লড়াইয়ে প্রত্যয়ী নাফিসা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
শিরোপার লড়াইয়ে প্রত্যয়ী নাফিসা

ঢাকা: শিরোপা ধরে রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে ০৪ নভেম্বর থেকে শুরু হওয়া বিপিএলের চতুর্থ আসরকে সামনে রেখে এ মাসের শুরুতেই বিকেএসপিতে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এতদিন সেখানে দলটির হয়ে অনুশীলন করেছেন সেরা একাদশে খেলবে এমন কয়েকজন।

কিন্তু মঙ্গলবার (১ নভেম্বর) থেকে মিরপুর ক্রিকেট একাডেমির মাঠে শুরু হয়েছে দলের পূর্ণ সদস্যদের অনুশীলন।

মঙ্গলবার সকালে নিজ দলের অনুশীলন দেখতে ‍মিরপুরে এসেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল। অনুশীলন শেষে দল নিয়ে আত্মবিশ্বাসী নাফিসা জানান, ‘আমি দল নিয়ে খুবই আত্মবিশ্বাসী। দলের উপর অনেক বিশ্বাস আছে আমার। এই দলটা করেছে আমার কোচ বাবুল ভাই এবং অধিনায়ক মাশরাফি। আমাদের অধিনায়কও দল নিয়ে অনেক আত্মবিশ্বাসী। ’   
 
শুধু আত্মবিশ্বাসীই নন, সত্বাধীকারি হিসেবে দেশি ও বিদেশি প্লেয়ারদের নিয়েও বেশ তৃপ্ত এই ক্রীড়া সংগঠক। দলের অধিনায়ক হিসেবে যেমন টাইগার ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি আছেন, তেমনি আছেন ইনফর্ম ব্যাটসম্যান ইমরুল কায়েস, পেসার মোহাম্মদ আল আমিন ও মিডলঅর্ডার ব্যাটসম্যান লিটন দাসের মতো জাতীয় দলের প্লেয়াররা।

আর বিদেশি প্লেয়াররা নিজেদের সেরাটা দিতেই প্রস্তুত। মঙ্গলবার অনুশীলনে যোগ দিয়েছেন পাকিস্তানের হার্ডহিটার আহমেদ শেহজাদ, ০৪ নভেম্বর যোগ দিচ্ছেন ক্যারিবীয় অলরাউন্ডার মারলন স্যামুয়েলস, আসার কথা আছে সুনীল নারাইনেরও। তাই দল নিয়ে নাফিসার কাছে উপরে থাকাটা নিশ্চয়ই অমূলক নয়।

তিনি আরও যোগ করেন, ‘এখানে তরুণ এবং অভিজ্ঞদের নিয়ে একটা ভালো কম্বিনেশন করার চেষ্টা করেছি আমরা। লোকাল কিছু তরুণ আছে, সাথে বিদেশি অভিজ্ঞরা এসেছে। মারলন স্যামুয়েলস আসছে ৪ তারিখে, পরের দিকে আমাদের পুরনো যারা আছে-সুনীল নারাইন আসবে, আবার রবম্যান পাওয়েল যোগ দেবে। এছাড়া লিটন আছে, ইমরুল ভাই আছে, মাশরাফি আছে, ম্যানেজমেন্টের মধ্যেও পুরনো স্টাফরা আছেন। তাই আমাদের মধ্যে নতুনত্বটা নেই, সবাই আগের ফ্যামিলি হিসেবে কাজ করছে। এখানে একটা কমফোর্ট লেভেল কাজ করছে। ’

আর দেশি-বিদেশি খেলোয়াড়দের এমন কম্বিনেশন নিয়েই প্রাথমিকভাবে টুর্নামেন্টের সেমিফাইনালকে টার্গেট করেছেন নাফিসা, ‘আমরা সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার টার্গেট করবো। শেষ চারে থাকলে অবশ্যই আশা করি শিরোপা ধরে রাখতে পারবো। এর আগে লড়াইটা গুরুত্বপূর্ণ। আমার ব্যক্তিগত মতামত আমি শিরোপা ধরে রাখতে পারবো। আমার দলের উপর সে বিশ্বাস আছে। ’

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ১ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।