ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অভিষেক ম্যাচে আলো ছড়ালেন দুই কিউই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
অভিষেক ম্যাচে আলো ছড়ালেন দুই কিউই ছবি: সংগৃহীত

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনের পুরোটাই কেড়ে নেয় বৃষ্টি! দ্বিতীয় দিন বৃষ্টি না হলে খেলা গড়ালে ১৩৩ রানেই গুটিয়ে যায় আগে ব্যাটিং করা পাকিস্তান। আর দিন শেষে নিউজিল্যান্ড ১০৪ রান তুলতে হারিয়েছে ৩ উইকেট। হাতে ৭ উইকেট নিয়ে আর ২৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে কিউইরা।

ঢাকা: ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনের পুরোটাই কেড়ে নেয় বৃষ্টি! দ্বিতীয় দিন বৃষ্টি না হলে খেলা গড়ালে ১৩৩ রানেই গুটিয়ে যায় আগে ব্যাটিং করা পাকিস্তান। আর দিন শেষে নিউজিল্যান্ড ১০৪ রান তুলতে হারিয়েছে ৩ উইকেট।

হাতে ৭ উইকেট নিয়ে আর ২৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে কিউইরা।

দ্বিতীয় দিনে কলিন ডি গ্র্যান্ডহোমের বোলিং তোপের মুখে পড়ে র্যাংকিংয়ের দুইয়ে থাকা পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ১৩৩ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। স্বপ্নের মতোই টেস্ট অভিষেক হলো ত্রিশ বছর বয়সী এ অলরাউন্ডারের।

এটি ছিল টেস্ট অধিনায়ক হিসেবে মিসবাহ উল হকের ৫০তম ম্যাচ। প্রথম পাকিস্তানি খেলোয়াড় হিসেবে এমন কৃতিত্ব দেখালেন মিসবাহ। মাইলফলকের ম্যাচে সর্বোচ্চ ৩১ রান আসে তার ব্যাট থেকে। দুই ওপেনার সামি আসলাম ১৯ ও আজহার আলী ১৫ রান করেন। এছাড়া বাবর অাজম ৭, ইউনিস খান ২, আসাদ শফিক ১৬, সরফরাজ আহমেদ ৭ রান করে আউট হন।

দুর্দান্ত পেস বোলিংয়ে একাই ছয়টি উইকেট দখল করেন গ্র্যান্ডহোম। দু’টি করে নেন টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

টেস্টে নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানের এটি তৃতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে হ্যামিল্টনে ২০০০-০১ সালে একই ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ১০৪ ও ১১৮ রানে অলআউট হয়েছিল দক্ষিণ এশিয়ার ক্রিকেট পরাশক্তিরা।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের ওপেনার টম ল্যাথাম দলীয় ৬ রানের মাথায় বিদায় নেন। আরেক ওপেনার জীত রাভাল ৫৫ রানে অপরাজিত আছেন। এই অভিষিক্ত ব্যাটসম্যান ১০৮ বলে ৭টি চারের সাহায্যে তার ইনিংসটি সাজান। তিন নম্বরে নামা দলপতি কেন উইলিয়ামসন ৪ রান করে বিদায় নেন। রস টেইলর ১১ রান করেন। ২৯ রানে অপরাজিত থাকেন হেনরি নিকোলাস।

পাকিস্তানের হয়ে একটি করে উইকেট তুলে নেন মোহাম্মদ আমির, সোহেল খান আর রাহাত আলি।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এমআরএম/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।