ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রতিদিনের খরচ পাচ্ছে না ইংলিশ ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
প্রতিদিনের খরচ পাচ্ছে না ইংলিশ ক্রিকেটাররা ছবি: সংগৃহীত

দুই সপ্তাহের বেশি হলো ভারত সফরে এসেছে ইংল্যান্ড দল। এরই মধ্যে দুটো টেস্টও শেষ হয়েছে। কিন্তু এখনও বিসিসিআই থেকে প্রাপ্য প্রতিদিনের খরচের টাকা পাননি ইংল্যান্ড ক্রিকেটাররা।

ঢাকা: দুই সপ্তাহের বেশি হলো ভারত সফরে এসেছে ইংল্যান্ড দল। এরই মধ্যে দুটো টেস্টও শেষ হয়েছে।

কিন্তু এখনও বিসিসিআই থেকে প্রাপ্য প্রতিদিনের খরচের টাকা পাননি ইংল্যান্ড ক্রিকেটাররা।

একটা সময় এই সিরিজ হওয়া নিয়েই দেখা দিয়েছিল শঙ্কা। ভারতীয় লোধা কমিটির সুপারিশে সুপ্রীম কোর্টের নির্দেশে রাজ্য সংস্থাগুলোকে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রথম তিন টেস্টের জন্য রাজ্য সংস্থাগুলোকে টাকা দেওয়ার বিসিসিআই’র আবেদন মঞ্জুর করে সুপ্রীম কোর্ট। যদিও সেই টাকার মধ্যে ধরা ছিল না ক্রিকেটারদের হাত খরচ।

এতে ইংল্যান্ড দলকে অবশ্য তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি। কিন্তু বিসিসিআই-লোধা কমিটির সমস্যার মধ্যে সরকারের ৫’শ ও ১ হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্তও এই ঘটনার উপর প্রভাব ফেলেছে। ইংল্যান্ড দলের টাকা না পাওয়ার খবর দলের ভেতর থেকেই বাইরে এসেছে। নিয়ম অনুযায়ী ইংল্যান্ড ক্রিকেটারদের প্রতিদিন ৫০ পাউন্ড বা ভারতীয় রুপিতে প্রায় ৪ হাজার দু’শ টাকা করে পাওয়ার কথা। একইভাবে ভারতীয় ক্রিকেটারদেরও পাওয়ার কথা। কিন্তু তারা পাচ্ছেন কী না জানা যায়নি।

এই মুহূর্তে ইংলিশ ক্রিকেটাররা তাদের ক্রেডিট কার্ডেই হোটেলের ছোট-খাট কাজ সারছেন। আর দলের ম্যানেজারের কাছে কিছু ভারতীয় টাকা রয়েছে। সেগুলো প্রয়োজন মতো দলকে দেওয়া হচ্ছে।  

এই সিরিজ শুরুর আগে দুই ক্রিকেট বোর্ডের মধ্যে একটা সমঝোতা চুক্তি হয়েছিল। তার মধ্যে এটাও ছিল। কিন্তু বিসিসিআই’র পক্ষ থেকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে জানানো হয়েছে সমস্যার কথা। যদিও লোধা কমিটি জানিয়ে দিয়েছে দুই দেশের মধ্যে সাক্ষরিত চুক্তির ব্যাপারে তাদের কোনও বক্তব্য এই মুহূর্তে নেই।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্রথম দুটি শেষে ১-০তে এগিয়ে রয়েছে বিরাট কোহলির ভারত।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ২১ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।