ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিংসদের জিতিয়েছে ‘ছোট’ মুমিনুল আর ‘বড়’ প্যাটেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
কিংসদের জিতিয়েছে ‘ছোট’ মুমিনুল আর ‘বড়’ প্যাটেল ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা ডাইনামাইটস যেনো রাজশাহীর কিংসের প্রিয় প্রতিপক্ষ। চলতি বিপিএলে এ পর্যন্ত ছয় ম্যাচ খেলে রাজশাহী কিংস জিতেছে মাত্র দুটি ম্যাচে। দু’বারই কিংসদের প্রতিপক্ষ ঢাকা ডাইনামাইটস।

চট্টগ্রাম: ঢাকা ডাইনামাইটস যেনো রাজশাহীর কিংসের প্রিয় প্রতিপক্ষ। চলতি বিপিএলে এ পর্যন্ত ছয় ম্যাচ খেলে রাজশাহী কিংস জিতেছে মাত্র দুটি ম্যাচে।

দু’বারই কিংসদের প্রতিপক্ষ ঢাকা ডাইনামাইটস।

ম্যাচ শেষে রাজশাহী কিংস অধিনায়ক ড্যারেন স্যামি দলকে ভাসালেন প্রশংসায়। বলে দিলেন, টিম হিসেবে খেলে জিতেছি আমরা।

ড্যারেন স্যামি মানেই কথাতে হাসির রেখা লেগে থাকা। সোমবারও তাই বজায় থাকলো। মজা করে বললেন, ‘বিগ ম্যান সামিত প্যাটেলের সঙ্গে শর্ট ম্যান মুমিনুল মিলে আমাদের ম্যাচটা জিতিয়ে দিল। তারা দু’জন দুর্দান্ত খেলেছে। ’

১৮২ রান করেও হারতে হয়েছে ঢাকা ডাইনামাইটসকে। স্কোরটা আরও কম হতে পারতো বলে মত স্যামির। তিনি বলেন, ‘আমরা দুটো ক্যাচ ড্রপ করেছি। এই দুইটা ক্যাচ মিস না হলে এত রান হতো না। ’

দল জিতলেও ব্যক্তিগত পারফরম্যান্সে একেবারেই মলিন ছিলেন ড্যারেন স্যামি। তিন ওভার বল করে ৩১ রান দিয়ে ছিলেন উইকেটহীন। আবার গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং করতে এসে মাত্র নয় রানে বোল্ড হয়ে দলকে বিপদের মুখে ফেলে দেওয়া।

তাই নিজের পারফরম্যান্স নিয়ে হতাশ স্যামি জানান, ‘ওই পরিস্থিতিতে আমার ম্যাচটা শেষ করে দিয়ে আসা উচিত ছিল। কিন্তু আমি পারিনি। দলের ক্যাপ্টেন হিসেবে আমি আমার ভূমিকা পালন করতে পারিনি। ’

উড়িয়ে মারতে গিয়ে স্বদেশী ডোয়াইন ব্রাভোর বলে বোল্ড হয়েছেন স্যামি। স্বদেশী বলে কোনো প্রতিযোগিতা ছিল নাকি? এমন প্রশ্নে স্যামি হেসে হেসে বলেন, ‘ব্রাভো আর আমি একসঙ্গে বহুদিন ধরে খেলছি। কিন্তু প্রতিপক্ষ হিসেবে খেলতে গিয়ে তো তার সঙ্গে কিছুটা প্রতিযোগিতা হবেই। ’

ম্যাচটা দুর্দান্ত হয়েছে উল্লেখ করে কিংস দলপতি বলেন, আমি আউট হয়ে গেলেও আমার তরুণ তারকা মেহেদি হাসান মিরাজের উপর আস্থা ছিল। সে আস্থার প্রতিদান দিয়েছে। ম্যাচটা জিতিয়ে মাঠ ছেড়েছে। যাই হোক দিনশেষে এটি একটি দুর্দান্ত ম্যাচ ছিল। আরও সহজভাবে জিতলে ভালো হতো। তারপরেও দল জিতেছে তাতেই আমি খুশি।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।