ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিদেশি ফিজিও পেল মাশরাফি-মুশফিকরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
বিদেশি ফিজিও পেল মাশরাফি-মুশফিকরা ছবি:সংগৃহীত

নিউজিল্যান্ড সফরের আগেই নতুন ফিজিও পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইংল্যান্ড দলের সাবেক ফিজিও ডিন কনওয়ে গতকাল ঢাকায় পৌঁছেছেন।

ঢাকা: নিউজিল্যান্ড সফরের আগেই নতুন ফিজিও পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইংল্যান্ড দলের সাবেক ফিজিও ডিন কনওয়ে গতকাল ঢাকায় পৌঁছেছেন।

আগামীকাল (২৩ নভেম্বর) মিরপুরে ইনজুরিতে থাকা ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করবেন এ জিম্বাবুইয়ান।

২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত মাশরাফি-মুশফিকদের সঙ্গে কাজ করবেন কনওয়ে।

একটা সময় নিয়মিতই বিদেশি ফিজিওথেরাপিস্ট দেখা গেছে বাংলাদেশ দলে। তবে ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে জাতীয় দলের ফিজিও হিসেবে কাজ করছেন বায়েজিদুল ইসলাম খান। । দুই বছরের বিরতি দিয়ে আবারও বিদেশি ফিজিও আনলো বিসিবি।

কনওয়ে ইংল্যান্ড দলে কাজ করেছেন প্রায় ১৪ বছর। এর মধ্যে সিনিয়র ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজের অভিজ্ঞতা আট বছর। নাসের হুসেইন-মাইকেল ভনদের সময় ইংল্যান্ড দলে ফিজিওর দায়িত্বে ছিলেন তিনি।

বিসিবি সূত্রে জানা গেছে জাতীয় দলে নতুন ফিজিও যুক্ত হওয়ায় বায়েজিদুল ইসলাম ফিরে যাবেন তার আগের দায়িত্বে। একাডেমির ফিজিও হিসেবে কাজ করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ২২ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।