ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিষিদ্ধ না হলেও জরিমানা গুনবেন ডু প্লেসিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
নিষিদ্ধ না হলেও জরিমানা গুনবেন ডু প্লেসিস ছবি: সংগৃহীত

বহুল আলোচিত-সমালোচিত বল টেম্পারিংয়ের দায়ে অবশেষে দোষী সাব্যস্ত করা হয়েছে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলপতি ফাফ ডু প্লেসিসকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্ট টেস্টে বল টেম্পারিংয়ের জন্য তাকে জরিমানা করা হয়েছে।

ঢাকা: বহুল আলোচিত-সমালোচিত বল টেম্পারিংয়ের দায়ে অবশেষে দোষী সাব্যস্ত করা হয়েছে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলপতি ফাফ ডু প্লেসিসকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্ট টেস্টে বল টেম্পারিংয়ের জন্য তাকে জরিমানা করা হয়েছে।

তবে জরিমানা দিয়েই পার পেয়ে যাচ্ছেন প্লেসিস। প্রোটিয়া দলপতিকে কোনো ম্যাচে নিষিদ্ধ করা হয়নি। তাই পরের ম্যাচেও খেলতে কোনো বাধা থাকছে না তার।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি এক বিবৃতিতে জানায়, ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়েছে ডু প্লেসিসকে। পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে।

আইসিসির নিয়মানুযায়ী আগামী দুই বছরের মধ্যে চার বা ততোধিক ডিমেরিট পয়েন্ট পেলে কমপক্ষে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন ডু প্লেসিস।

মাঠে ডু প্লেসিসের বল টেম্পারিংয়ের ঘটনাটি আম্পায়ারদের দৃষ্টিতে আসেনি। ফলে, টেলিভিশন ফুটেজ দেখে তাকে জরিমানা করা হয়। আম্পায়ারদের দেওয়া প্রমাণ ও এমসিসির ক্রিকেট প্রধান জন স্টিভেনসনের দেওয়া মতামতের উপর ভিত্তি করে এই শাস্তি দেওয়া হয়।

হোবার্ট টেস্টের চতুর্থ দিন মুখে থাকা চুইংগামের লালা দিয়ে বল ঘষেছিলেন ডু প্লেসিস। আইসিসির নিয়মানুযায়ী কৃত্রিম কোনো বস্তু ব্যবহার করে বলের অবস্থা পরিবর্তন করা যাবে না। তবে, ডু প্লেসিসের এই ঘটনা আইসিসির আচরণবিধির লেভেল ২ ভঙ্গের আওতায় পড়ে।

ভিডিও ফুটেজ:

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ২২ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।