ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বল টেম্পারিংয়ের শাস্তির বিরুদ্ধে ডু প্লেসিসের আপিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
বল টেম্পারিংয়ের শাস্তির বিরুদ্ধে ডু প্লেসিসের আপিল ছবি: সংগৃহীত

বল টেম্পারিংয়ের শাস্তির বিরুদ্ধে আপিল করেছেন ফাফ ডু প্লেসিস। এই ইস্যুটি এখন তাই আবারো শুনতে হচ্ছে জুডিসিয়াল কমিশনারকে। হয় দক্ষিণ অাফ্রিকান অধিনায়ক দোষী সাব্যস্ত হবেন, অথবা শাস্তি সংশোধন হবে। যা তাকে এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে ফেলবে।

ঢাকা: বল টেম্পারিংয়ের শাস্তির বিরুদ্ধে আপিল করেছেন ফাফ ডু প্লেসিস। এই ইস্যুটি এখন তাই আবারো শুনতে হচ্ছে জুডিসিয়াল কমিশনারকে।

হয় দক্ষিণ অাফ্রিকান অধিনায়ক দোষী সাব্যস্ত হবেন, অথবা শাস্তি সংশোধন হবে। যা তাকে এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে ফেলবে।

গত বুধবার (২২ নভেম্বর) বল টেম্পারিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ডু প্লেসিসকে ম্যাচ ফি’র শতভাগ জরিমানা করে আইসিসি। কোড অব কন্ডাক্টের লেভেল ২-এর আর্টিক্যাল ২.২.৯ লঙ্ঘন করার দায়ে তাকে এমন শাস্তি দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ম্যাচ রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে ‍আপিলের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়।

দোষী সাব্যস্ত হওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়াতেই আপিল করার ইচ্ছা ব্যক্ত করেছিলেন ৩২ বছর বয়সী ডু প্লেসিস। ব্যাপারটি মোটেও ভালোভাবে নেননি তিনি, ‘শুনানি শেষে আমাকে দোষী করা হয়। তবে এর সঙ্গে আমি পুরোপুরি দ্বিমত পোষণ করছি। আমি মনে করি, আমি কিছুই ভুল করিনি। এখানে দুটি ব্যাপার দেখতে হবে, বল টেম্পারিং না বল শাইনিং। যদি বলা হয় টেম্পারিং করা হয়েছে, তবে আমি বলবো ভুল, আমি বল হাতে নেই ও ঘষি। ’

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্ট টেস্টের (১২-১৫ নভেম্বর) চতুর্থ দিন মুখে থাকা চুইংগামের লালা দিয়ে বল ঘষেছিলেন ডু প্লেসিস। আইসিসির নিয়মানুযায়ী, কৃত্রিম কোনো বস্তু ব্যবহার করে বলের অবস্থা পরিবর্তন করা যাবে না।

এমন ঘটনার পর অবশ্য সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সমর্থন পান ডু প্লেসিস। এমনকি অজি দলনেতা স্টিভেন স্মিথ বলেন, ‘বলকে শাইন করার জন্য এমন পদ্ধতিই ব্যবহার করা হয়। ’ আর ডু প্লেসিস বলেন, ‘সাবেক ক্রিকেটাররা এ নিয়ে অনেক কথা বলেছে, এটা খেলারই একটা অংশ। ’

ডু প্লেসিসের সঙ্গে যখন এমন আচরণ করা হয়েছে, ক্রিকেট বিশ্ব তখন ডেভিড ওয়ার্নার ও বিরাট কোহলির কথাও বলছে! তারা বলকে শাইনিং করার জন্য একই উপায় অবলম্বন করেছে। ইতোমধ্যে কোহলির একটি টিভি ফুটেজও পাওয়া গেছে। এ ব্যাপারে ডু প্লেসিসের অভিমত, ‘আমি বলতে চাই, সবার সঙ্গেই একই আচরণ করা হোক। আইসিসি আমাকে আসলে বলির পাঁঠা বানিয়েছে। ’

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এমআরএম

আরও পড়ুন... আমাকে বলির পাঁঠা বানানো হয়েছে: ডু প্লেসিস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।