ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হ্যামিল্টন টেস্টেও বৃষ্টি বাধা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
হ্যামিল্টন টেস্টেও বৃষ্টি বাধা ছবি: সংগৃহীত

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে একটি বলও মাঠে গড়ায়নি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের শুরুটাও হলো বৃষ্টিবিঘ্নিত! মাত্র ২১ ওভারের খেলা হয়। শুক্রবার (২৫ নভেম্বর) হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে ২-০ তে সিরিজ জয়ের লক্ষ্যে দুই উইকেটে ৭৭ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড।

ঢাকা: ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে একটি বলও মাঠে গড়ায়নি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের শুরুটাও হলো বৃষ্টিবিঘ্নিত! মাত্র ২১ ওভারের খেলা হয়।

শুক্রবার (২৫ নভেম্বর) হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে ২-০ তে সিরিজ জয়ের লক্ষ্যে দুই উইকেটে ৭৭ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড।

টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান আজহার আলী। স্লো ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকা মিসবাহ উল হকের জায়গায় অধিনায়কত্ব করেন আজহার।

টানা বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হয়। বেশ কয়েকবার এমন পরিস্থিতির সম্মুখীন হন ম্যাচ অফিসিয়ালরা। ইনিংসের প্রথম ওভারেই টম লাথামকে (০) সামি আসলামের ক্যাচে পরিণত করেন মোহাম্মদ আমির। সোহেল খানের বলে সরফরাজ আহমেদের গ্লাভসবন্দি হওয়ার আগে কিউই দলপতি কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ১৩ (৪২ বল)।

তৃতীয় উইকেটে ৩৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন ওপেনার জিৎ রাভাল ও রস টেইলর। রাভাল ৩৫ ও টেইলর ২৯ ‍রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামবেন।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।