ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

গত ০৪ অক্টোবর ফতুল্লায় সফরকারী ইংল্যান্ড ও বিসিবি একাদশের মধ্যকার একদিনের প্রস্তুতি ম্যাচের সময় ইংরেজি দৈনিক নিউ এজ-এর ক্রীড়া প্রতিবেদক আতিফ আজমকে লাঞ্চিত করার ঘটনায় নিরাপত্তা সমন্বয়ক মোহাম্মদ আলীর বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকা: গত ০৪ অক্টোবর ফতুল্লায় সফরকারী ইংল্যান্ড ও বিসিবি একাদশের মধ্যকার একদিনের প্রস্তুতি ম্যাচের সময় ইংরেজি দৈনিক নিউ এজ-এর ক্রীড়া প্রতিবেদক আতিফ আজমকে লাঞ্চিত করার ঘটনায় নিরাপত্তা সমন্বয়ক মোহাম্মদ আলীর বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে এক সভায় নিরাপত্তার মতো স্পর্শকাতর দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি মৌখিকভাবে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস, ইসমাইল হায়দার মল্লিক ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।


 
আলীর বিরুদ্ধে আগামী তিনদিনের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বোর্ড কর্মকর্তাদের হাতে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ক্রীড়া সাংবাদিকদের মুখোমুখি হওয়া নানা সমস্যার প্রতিকার চেয়ে আরেকটি স্মারকলিপি দেওয়া হয়।  

স্মারকলিপির সঙ্গে দেশের অধিকাংশ গণমাধ্যমের ক্রীড়া সাংবাদিকদের স্বাক্ষর ছিল। অন্যান্য সমস্যাও আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন সভায় উপস্থিত বিসিবি কর্মকর্তারা।

** বিসিবির নিরাপত্তা কর্মকর্তার অপসারণ দাবি সাংবাদিকদের

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ২৫ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।