ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

মোসাদ্দেকের উজ্জ্বল আগামী দেখছেন সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৮, নভেম্বর ২৬, ২০১৬
মোসাদ্দেকের উজ্জ্বল আগামী দেখছেন সাকিব ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ‘ফিনিশার’ হিসেবে প্রমান করা মোসাদ্দেক হোসেন সৈকত বিপিএলেও খেলছেন দুর্দান্ত। ঢাকা ডায়নামাইটসের হয়ে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন এ ডানহাতি ব্যাটসম্যান।

মিরপুর থেকে: প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ‘ফিনিশার’ হিসেবে প্রমান করা মোসাদ্দেক হোসেন সৈকত বিপিএলেও খেলছেন দুর্দান্ত। ঢাকা ডায়নামাইটসের হয়ে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন এ ডানহাতি ব্যাটসম্যান।

মিডলঅর্ডারে ব্যাট করায় ইনিংসের শেষটা টানতে হয় তাকেই। আর এ দায়িত্বে বরাবরই সফল ২০ বছরের এ তরুণ।

প্রথম তিন ম্যাচে অপরাজিত থেকে ইনিংস শেষ করেছেন মোসাদ্দেক। ১০, ৫৯ ও ৪৮ ছিল প্রথম তিনটি ইনিংস। পরের তিন ম্যাচে করেছেন ৩৫, ৩৫ ও ১৩। আজ শের-ই-বাংলা স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুটি চার ও একটি ছক্কায় ১৮ বলে মোসাদ্দেক করেন ২৫ রান।

চতুর্থ উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে জুটি বেধে ২৬ বলে যোগ করেন ৪৬ রান। এ জুটির কল্যাণেই ১৭০ রানের বড় পুঁজি পায় ঢাকা। কুমিল্লাকে ১৩৮ রানে বেধে ফেলে ৩২ রানের জয় তুলে নেয় সাকিব আল হাসানের দল।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তরুণ মোসাদ্দেকের প্রশংসা করেছেন ঢাকার দলপতি। মোসাদ্দেকের মাঝে বড় প্লেয়ারের ছায়া দেখতে পাচ্ছেন তিনি, ‘ওর ব্যাটিংটা আসলে আমি যতটুকু দেখলাম। আমি ওকে দেখেছি আসলে আবাহনী থেকে। ওর ভেতরে আসলে অনেক বড় প্লেয়ার হওয়ার একটা সম্ভাবনা আছে এবং খুব ভালো একটা ফিনিশার হতে পারে বলে আমি মনে করি। ’

‘ও অনেক বড় শট খেলতে পারে। ওর শটের অপশনও অনেক বেশি। ভালো মনস্তাত্ত্বিক দিকও আছে বলে মনে হয়। ও ম্যাচের পরিস্থিতি খুব ভালো বোঝে। জানে কখন কী করতে হবে। সবকিছু ঠিকঠাক রাখতে পারলে বাংলাদেশের ক্রিকেটের জন্য মোসাদ্দেক অনেক কিছু দিতে পারবে। ’-যোগ করেন সাকিব।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।