ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতেও তিরস্কৃত বেন স্টোকস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
ভারতেও তিরস্কৃত বেন স্টোকস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

টাইগার ওপেনার তামিম ইকবালের সঙ্গে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের অখেলোয়াড়সুলভ আচরণ এখনও ভোলেনি ক্রিকেটপ্রেমীরা। এক মাসেরও কম ব্যবধানে আবারো...

ঢাকা: টাইগার ওপেনার তামিম ইকবালের সঙ্গে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের অখেলোয়াড়সুলভ আচরণ এখনও ভোলেনি ক্রিকেটপ্রেমীরা। এবার ভারতের মাটিতেও তাকে একই রূপে দেখা যায়।

এক মাসেরও কম ব্যবধানে আবারো বেন স্টোকসকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি থেকে তিরস্কার করা হয়।

মোহালিতে স্বাগতিক ভারতের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলছে ইংল্যান্ড। ম্যাচের প্রথম দিন ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বেন স্টোকস। ব্যক্তিগত ২৯ রানে সাজঘরে ফেরার পথে কোহলির সঙ্গে কথা কাটাকাটি হয় স্টোকসের।

স্টোকসকে বিদায় করানোর সময় কোহলি সতীর্থদের সঙ্গে উদযাপন করতে থাকলে তা ভালোভাবে নেয়নি ইংলিশ এই অলরাউন্ডার। ফলে, মাঠেই এর বিরোধিতা করেন তিনি। এ সময় নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করায় কোহলির সঙ্গে উত্ত্যপ্ত বাক্য বিনিময় হয় স্টোকসের।

স্টোকসের এই অশোভন আচরণ নিয়ে ফিল্ড আম্পায়াররা অভিযোগ জানান। এলিট প্যানেলের ফিল্ড আম্পায়ার মারাইস এরাসমাস, ক্রিস গ্যাফানে আর থার্ড আম্পায়ার কুমার ধর্মসেনার অভিযোগ আমলে নেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগাল। তবে, স্টোকস তার দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, স্টোকস আইসিসির ২.১.৪ আচরণবিধি লংঘন করেছেন। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগাল তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেন। ইংলিশ এই ক্রিকেটারের নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। ৭.৬ ধারা অনুযায়ী ২৪ মাসের মধ্যে যদি স্টোকসের নামের পাশে চার ডিমেরিট পয়েন্ট যোগ হয়, তবে তাকে সাসপেনশন পয়েন্ট পেতে হবে। আর দুটি সাসপেনশন পয়েন্ট পেলে স্টোকসকে একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডে অথবা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ২৮ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।