ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইনি ব্যবস্থা নিচ্ছে রংপুর রাইডার্স

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
আইনি ব্যবস্থা নিচ্ছে রংপুর রাইডার্স ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে রংপুর রাইডার্স থেকে বহিষ্কৃত ক্রিকেটার জুপিটার ঘোষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ।

মিরপুর থেকে: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে রংপুর রাইডার্স থেকে বহিষ্কৃত ক্রিকেটার জুপিটার ঘোষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ।

সোমবার (২৮ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে চেয়ারম্যান ডক্টর কাজী এরতেজা হাসান জানিয়েছেন, ‘জুপিটার যে অপপ্রচার করছে তা সত্যিই লজ্জাজনক।

তার বিরুদ্ধে মানহানির মামলা করার কথা ভাবছি। তবে বিষয়টি চূড়ান্ত হবে টিম ম্যানেজমেন্টের সম্মিলিত সিদ্ধান্তে। ’

গেল রোববার (২৭ নভেম্বর) জুপিটার ঘোষের ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টি নিয়ে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, চলতি বিপিএলে রংপুরের ঈর্ষনীয় পারফরম্যান্সের কারণে একটি অসাধু মহল ক্রিকেটার জুপিটারকে ব্যবহার করে দলটির অপপ্রচারের চেষ্টা করছে। একই সঙ্গে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগটি অসত্য।

উল্লেখ্য, সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বিপিএলের এবারের আসরে ম্যাচ পাতানোর অভিযোগ তোলেন জুপিটার। তিনি জানান, রংপুরের ম্যানেজার সানোয়ার হোসেন তাকে ম্যাচ ফিক্সিংযের প্রস্তাব দেন।
 
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ২৮ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।