ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফিট হয়ে ফিরেছেন আন্দ্রে রাসেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
ফিট হয়ে ফিরেছেন আন্দ্রে রাসেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

বিপিএলে এবার কাগজে-কলমে সবচেয়ে বড় শক্তির দল ঢাকা ডায়নামাইটস। বিদেশি ক্রিকেটার সংগ্রহে এগিয়ে তারাই। দলে বড় নাম কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, রবি বোপারা, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল।

মিরপুর থেকে: বিপিএলে এবার কাগজে-কলমে সবচেয়ে বড় শক্তির দল ঢাকা ডায়নামাইটস। বিদেশি ক্রিকেটার সংগ্রহে এগিয়ে তারাই।

দলে বড় নাম কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, রবি বোপারা, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল।

যদিও একটা ম্যাচ খেলার পরই ইনজুরিতে পড়েন জ্যামাইকান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ফিরে যান দেশে। ফিট হয়ে ঢাকায় ফিরে আজ (২৯ নভেম্বর) যোগ দিয়েছেন ঢাকা ডায়নামাইটসের অনুশীলনে। আগামীকাল রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবেন ক্যারিবীয় তারকা অলরাউন্ডার।

মোহাম্মদ শহীদের অভাব রাসেলের পেস বোলিং দিয়ে পুষিয়ে নিতে চাইবে ঢাকা। যদিও দলটির ক্রিকেটার নাসির হোসেন মনে করেন শহীদ যেমন ফর্মে ছিল তার অভাব পুরোপুরি পুষিয়ে নেওয়া যাবে না, ‘শহীদ আমাদের লোকাল প্লেয়ার। ভালো একটা ফর্ম ছিল ওর। ইনজুরির কারণে খেলতে পারছে না। এদিক দিয়ে রাসেল আসছে। আমার মনে হয়না শহীদের ঘাটতিটা পুরোপুরি পূরণ হবে। তারপরও মোটামুটি ভালোই হবে। ’

গত ৮ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বরিশাল বুলসের বিপক্ষে খেলেছিলেন আন্দ্রে রাসেল। ব্যাট হাতে মাঠে নামার আগেই আট উইকেটে জিতে যায় ঢাকা। বল হাতে দুই ওভারে ১০ রান দেন। পরদিন অনুশীলন করার সময় হাঁটুর ইনজুরিতে পড়েন এ ক্যারিবিয়ান। সে কারণেই দেশে ফিরে গিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।