ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘শেষ তিনটা ম্যাচ জেতা অনেক বড় পাওয়া’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
‘শেষ তিনটা ম্যাচ জেতা অনেক বড় পাওয়া’ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গত আসরের বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার প্রথম জয়ের দেখা পায় নিজেদের ষষ্ঠ ম্যাচে। জয়ে ফিরে পরের দুই ম্যাচে আবার হেরে বসে তারা। আট ম্যাচে জয় ছিল তাদের মাত্র একটি। 

মিরপুর থেকে: গত আসরের বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার প্রথম জয়ের দেখা পায় নিজেদের ষষ্ঠ ম্যাচে। জয়ে ফিরে পরের দুই ম্যাচে আবার হেরে বসে তারা।

আট ম্যাচে জয় ছিল তাদের মাত্র একটি।  

পরের তিনটি ম্যাচে অবশ্য টানা জয় পেয়েছে মাশরাফি বিন মর্তুজার দল। আজ তারা খুলনা টাইটানস’র বিপক্ষে ৫ উইকেটের সহজ জয় তুলেছে। আগের দুটি ম্যাচে সমান ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছে বরিশাল ও রাজশাহীকে।

দলের বাজে অবস্থা থেকে শেষে এসে তিন জয় পাওয়ায় খুশি কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, ‘শেষের কয়েকটা ম্যাচ জেতাতে ভালো লাগছে। সবসময় টুর্নামেন্টের সেরা হওয়াটা কঠিন। কিন্ত পেশাদারিত্ব এমন একটা জিনিস যে, শেষ পর্যন্ত লড়াই করছেন কিনা দেখার বিষয়। খুব ভালো লাগছে। আমরা যে অবস্থায় ছিলাম সেখান থেকে শেষ তিনটা ম্যাচ জেতা অনেক বড় পাওয়া। ’

টানা হারে বিপিএলের শুরুর দিকে মাঠ ও মাঠের বাইরে দারুণ চাপে ছিল কুমিল্লার ক্রিকেটাররা। সেখান থেকে বের হয়ে টানা জয় তুলতে পারাকে দলের ক্রিকেটারদের জন্য অভিজ্ঞতা হিসেবে দেখছেন মাশরাফি, ‘অমন অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো দারুণ ব্যাপার। বিশেষ করে প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য। তাদের ভবিষ্যত অভিজ্ঞতা হয়ে থাকবে এটি। খারাপ সময় গেলে কিভাবে কামব্যাক করতে হয়। জয়ের মধ্যে আসতে পেরে খুব ভালো লাগছে। ’

আগামী রোববার (০৪ ডিসেম্বর) কুমিল্লার শেষ ম্যাচ রংপুর রাইডার্সের বিপক্ষে। শেষ ম্যাচে কুমিল্লা জয় পেলে শেষ চারে ওঠার একটা সুযোগ থাকবে। তবে রংপুর, রাজশাহী ও বরিশালের ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে মাশরাফিদের।

এই তিনটি দল ১০ পয়েন্টের বেশি না পেলে আর রান রেটে কুমিল্লা এগিয়ে থাকতে পারলেই শেষ চার নিশ্চিত হবে তাদের। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘এই হিসেব করা খুব কঠিন। হ্যাঁ, আমরা আজ চেষ্টা করেছিলাম। ১৫-১৬ ওভারের মধ্যে যদি ম্যাচটা শেষ করতে পারতাম! শেষ ম্যাচে যদি সুযোগ আসে এগিয়ে থাকার, চেষ্টা করবো। শেহজাদ প্রথমে আউট হয়ে যাওয়াতে চাপ চলে আসে। চাপ থাকাতে ব্যাটসম্যানরা আসলে বড় শট খেলতে পারেনি। মাঝে এসে আমি চেষ্টা করেছিলাম দ্রুত রান তোলার। ’

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ০২ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।