ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

উড়ন্ত সূচনার খোঁজে খুলনার অধিনায়ক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, ডিসেম্বর ২, ২০১৬
উড়ন্ত সূচনার খোঁজে খুলনার অধিনায়ক ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বোলাররা ভালো করলেও ব্যাটসম্যানরা বড় সংগ্রহ এনে দিতে না পারায় টানা তিন ম্যাচ হেরেছে খুলনা টাইটান্স। উড়ন্ত সূচনা এনে দিতে পারছেন না দলের ওপেনাররা। শুরুর ব্যর্থতাই ম্যাচে পার্থক্য গড়ে দিচ্ছে বলে মনে করেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মিরপুর থেকে: বোলাররা ভালো করলেও ব্যাটসম্যানরা বড় সংগ্রহ এনে দিতে না পারায় টানা তিন ম্যাচ হেরেছে খুলনা টাইটান্স। উড়ন্ত সূচনা এনে দিতে পারছেন না দলের ওপেনাররা।

শুরুর ব্যর্থতাই ম্যাচে পার্থক্য গড়ে দিচ্ছে বলে মনে করেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৫ উইকেটে হারের পর সংবাদ সম্মেলেন ব্যাটিংয়ে ভালো সূচনা না পাওয়ায় আক্ষেপে ঝরেছে মাহমুদউল্লাহর কণ্ঠে, ‘বেশ কয়েক ম্যাচেই আমরা চেষ্টা করেছি টপ অর্ডার ও মিডল অর্ডার এলোমেলো করে। পুরো টুর্নামেন্টে আমাদের ব্যাটিংটাই চিন্তায় রেখেছে। এখন পর্যন্ত তেমন কোনো উড়ন্ত সূচনা হচ্ছে না। ভালো শুরু হলে ১৫০ প্লাস কিংবা ১৬০ প্লাস করা সহজ হয়। এই রান স্কোরবোর্ডে থাকলে বোলারদের পক্ষে লড়াই করাটা অনেক সহজ হয়। বোলারদের কারণেই আমরা বেশ কয়েকটা ম্যাচ জিতেছি। ’

১১ ম্যাচ খেলা খুলনা সর্বোচ্চ ১৫৭ রান করেছিল ঢাকার বিপক্ষে। দ্বিতীয় দলীয় সর্বোচ্চ স্কোর ১৫১। বাকি সবগুলোতে দেড়শ টপকানো ইনিংস নেই তাদের। আজ কুমিল্লার বিপক্ষে তারা তুলেছিল ৬ উইকেটে ১৪১ রান। যা পর্যাপ্ত ছিলো না বলে মনে করেন মাহমুদউল্লাহ, ‘প্রতি ম্যাচের মতো আজকেও আমাদের রানটা কম হয়ে গেছে। আজকে ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট ছিল। টপ অর্ডাররা ভালো শুরু দিতে না পারলে, ১৬০ প্লাস রান খুব কঠিন। যেহেতু কুমিল্লার ব্যাটিং সাইড অনেক ভালো। আমাদের আরও একটু রান করার দরকার ছিল। আমরা সেটা করতে পারিনি বলেই হেরেছি। তারপরও চেষ্টায় ছিলাম। বোলাররা অনেক চেষ্টা করেছে। ’

১৪২ রানের সহজ টার্গেট ম্যাচের ৮ বল বাকি থাকতে অতিক্রম করে কুমিল্লা। মারলন স্যামুয়েলস ৬৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান। কুমিল্লার টানা তিন জয়ের বিপরীতে খুলনা দেখলো টানা তিন হার।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ০২ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।