ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

একই দলে লারা-পন্টিং-গিলক্রিস্ট-গিবস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
একই দলে লারা-পন্টিং-গিলক্রিস্ট-গিবস

বাইশ গজের ক্রিকেটে আবারও ফিরছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান চার্লস লারা! বেশ কয়েক দিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিল সোস্যাল মিডিয়ায়তে। অবশেষে জানা গেল, গুঞ্জনটা সত্যি।

ঢাকা: বাইশ গজের ক্রিকেটে আবারও ফিরছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান চার্লস লারা! বেশ কয়েক দিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিল সোস্যাল মিডিয়ায়তে। অবশেষে জানা গেল, গুঞ্জনটা সত্যি।



৪৭ বছর বয়সে ফিরছেন ক্রিকেটের বরপুত্র খ্যাত এ ক্যারিবীয় তারকা। যদিও আন্তজার্তিক ক্রিকেটে নয়। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ফেস্টিভ্যাল অব ক্রিকেটে একটি টি-২০ প্রদর্শনী ম্যাচে খেলতে দেখা যাবে টেস্টে রেকর্ড ৪০০ রানের এই মালিককে।

ব্রায়ান লারা ছাড়াও অস্ট্রেলিয়া একাধিক সাবেক ক্রিকেটারও রয়েছেন এই টুর্নামেন্টে। লারার সঙ্গে খেলবেন অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, অ্যান্ড্রু সাইমন্ডসরা। খেলবেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হার্সেল গিবসও।  

আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। খবরটি জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিগ ব্যাশের দল পার্থ স্কোচার্স খেলবে লিজেন্ডস ইলেভেনের বিরুদ্ধে। এই দলেই থাকছেন লারা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ০৩ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।