ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমের পরই মাহমুদউল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
তামিমের পরই মাহমুদউল্লাহ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলে লিগ পর্বের শেষ ম্যাচে দারুণ এক অর্ধশতকে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন খুলনা টাইটান্স অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ১২ ম্যাচে এ অলরাউন্ডারের সংগ্রহ ৩৬৯ রান।

মিরপুর থেকে: বিপিএলে লিগ পর্বের শেষ ম্যাচে দারুণ এক অর্ধশতকে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন খুলনা টাইটান্স অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ১২ ম্যাচে এ অলরাউন্ডারের সংগ্রহ ৩৬৯ রান।

 

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাত্র ২৮ বলে ৫০ রানের ইনিংস খেলে খুলনাকে ৬ উইকেটের জয় এনে দেন মাহমুদউল্লাহ। এ জয়ের ফলে খুলনা দ্বিতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করেছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আবার তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা ঢাকা।

খুলনার এমন সাফল্যে বড় অবদান মাহমদুউল্লাহর। ১২ ম্যাচে মাত্র দুটি অর্ধশতক পেলেও তিনটি চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেন এ ব্যাটসম্যান। বিপিএলের চতুর্থ আসরে সর্বোচ্চ রান সংগ্রহের দিক থেকে মাহমুদউল্লাহর আগে রয়েছেন কেবল তামিম ইকবাল। চিটাগং ভাইকিংসের এ অধিনায়ক ১২ ম্যাচে পাঁচটি অর্ধশতকে করেছেন ৪২৫ রান।

বল হাতেও বিপিএলে দুর্দান্ত নৈপুন্য দেখাচ্ছেন মাহমুদউল্লাহ। ১২ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। বল হাতে শেষ ওভারে চমক দেখিয়ে দলকে দুটি জয় উপহার দিয়েছেন। অলরাউন্ড নৈপুন্য দেখিয়ে টুর্নামেন্ট সেরার পথেই হাটছেন মাহমুদউল্লাহ!

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।