ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

১১ হাজারি রানের ক্লাবে কুক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
১১ হাজারি রানের ক্লাবে কুক ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেট ইতিহাসে দশম ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন অ্যালিস্টার কুক। শুক্রবার (১৬ ডিসেম্বর) ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে ব্যাটিংয়ে নামার আগে রেকর্ড গড়া থেকে মাত্র ২ রান দূরে ছিলেন ইংল্যান্ড অধিনায়ক। নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ম্যাচে মাত্র ১০ রান করে সাজঘরে ফেরেন কুক।

ঢাকা: টেস্ট ক্রিকেট ইতিহাসে দশম ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন অ্যালিস্টার কুক। শুক্রবার (১৬ ডিসেম্বর) ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে ব্যাটিংয়ে নামার আগে রেকর্ড গড়া থেকে মাত্র ২ রান দূরে ছিলেন ইংল্যান্ড অধিনায়ক।

নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ম্যাচে মাত্র ১০ রান করে সাজঘরে ফেরেন কুক।

কুকের আগে আরো ৯ জন গ্রেট ব্যাটসম্যান ১১ হাজার রানের দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ তালিকায় সবার উপরে শচীন টেন্ডুলকার। ভারতীয় ক্রিকেট ঈশ্বর ২০০ টেস্টে ১৫৯২১ রান করেন। তার দখলে ৬৮টি অর্ধশতকের পাশাপাশি ৫১টি সেঞ্চুরি।

শচীনের পর শীর্ষ দশে রয়েছেন যথাক্রমে রিকি পন্টিং (১৩৩৭৮), জ্যাক ক্যালিস (১৩২৮৯), রাহুল দ্রাবিড় (১৩২৮৮), কুমার সাঙ্গাকারা (১২৪০০), ব্রায়ান লারা (১১৯৫৩), শিবনারায়ণ চন্দরপল (১১৮৬৭), মাহেলা জয়াবর্ধনে (১১৮১৪), অ্যালান বোর্ডার (১১১৭৪)।

তবে একদিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছেন কুক। সময়ের হিসেবে দ্রুততম সময়ে তিনি ১১ হাজার রান পূরণ করেছেন। ১০ বছর ২৯০ দিনের মাথায় তিনি এমন কীর্তির স্বাক্ষর রাখেন।

ক্যারিয়ারের ১৪০তম ম্যাচে এসে ১১ হাজারি রানের ক্লাবে প্রবেশ করলেন কুক। যেখানে ৫৩টি ফিফটির পাশাপাশি ৩০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন টেস্টে ইংলিশদের সর্বকালের সর্বোচ্চ রানস্কোরার।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।