ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বুধবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বুধবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

সিডনিতে ক্যাম্প শেষে ২৩ ক্রিকেটারই এখন নিউজিল্যান্ডে। স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডে। ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে শেষ দুটি ওয়ানডে।

ঢাকা: সিডনিতে ক্যাম্প শেষে ২৩ ক্রিকেটারই এখন নিউজিল্যান্ডে। স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল।

২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডে। ২৯ ও ৩১ ডিসেম্বর নেলসনে শেষ দুটি ওয়ানডে।

টাইগারদের ওডিআই স্কোয়াডে কারা থাকবেন এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে ওয়ানডে দল নিয়ে শের-ই-বাংলা স্টেডিয়ামে আলোচনায় বসেছিলেন নির্বাচকরা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বাংলানিউজকে জানিয়েছেন, আগামীকাল (২১ ডিসেম্বর) সকালে প্রথম দু্‌ই ওয়ানডের দল ঘোষণা করা হবে।

ওয়ানডে সিরিজ শুরুর আগে ওয়াঙ্গেরির কোবহাম ওভালে অনুশীলন করছে বাংলাদেশ দল। এখানেই বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) নিউজিল্যান্ড বোর্ড একাদশের বিপক্ষে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিবাহিনী।
 
০৩ জানুয়ারি নেপিয়ারে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। মাউন্ট মঙ্গানুইয়ে শেষ দুটি ম্যাচ ৬ ও ৮ জানুয়ারি। ১২-১৬ জানুয়ারি ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্ট। ২০-২৪ জানুয়ারি ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ছয় বছর পর নিউজিল্যান্ড  সফরে গেছে বাংলাদেশ। সবশেষ ২০১০ সালে নিউজিল্যান্ডে গিয়ে সিরিজ খেলেছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল।

২৩ সদস্যের স্কোয়াড: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিস রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন, মেহেদী মারুফ ও তানভির হায়দার।  

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।