ঢাকা, বুধবার, ২ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সিলেটকে বেশি দূর যেতে দেয়নি রাজশাহী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
সিলেটকে বেশি দূর যেতে দেয়নি রাজশাহী

রাজশাহী বিভাগের বিপক্ষে বড় হয়নি সিলেটের প্রথম ইনিংস। ফরহাদ রেজার বোলিং নৈপূন্যে ২১৯ রানে থেমেছে সিলেটের ইনিংস। ১৫ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করা রাজশাহী  দ্বিতীয় দিন শেষে তিন উইকেট হারিয়ে তুলেছে ৯২ রান।

ঢাকা: রাজশাহী বিভাগের বিপক্ষে বড় হয়নি সিলেটের প্রথম ইনিংস। ফরহাদ রেজার বোলিং নৈপূন্যে ২১৯ রানে থেমেছে সিলেটের ইনিংস।

১৫ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করা রাজশাহী  দ্বিতীয় দিন শেষে তিন উইকেট হারিয়ে তুলেছে ৯২ রান।  

দ্বিতীয় ইনিংসে ৭৭ রানের  লিড পেয়েছে তারা। হাতে আছে সাত উইকেট। জুনায়েদ সিদ্দিকী ৪২ ও ফরহাদ হোসেন ০ রানে অপরাজিত আছেন।

আবু জায়েদ রাহি, শাহানুর রহমান ও আবুল হাসান রাজু নিয়েছেন একটি করে উইকেট।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রাজশাহীর করা ২০৪ রানের জবাবে গতকাল দুই উইকেট হারিয়ে ৪৩ রান তুলেছিল সিলেট। ফরহাদ রেজা পাঁচ উইকেট তুলে নিলে ২১৯ রানে থেমে যায় সিলেটের প্রথম ইনিংস।

৯ নম্বরে ব্যাটিং নেমে আবুল হাসান রাজু অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলে লিড এনে দেন দলকে। রুমান আহমেদ ৪১ ও অলক কাপালি করেন ৪০ রান। ওপেনার সায়েম আলমের ব্যাট থেকে আসে ৩৬ রান।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ২১ ডিসেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।