ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

মাগুরায় শুরু হয়েছে ইয়াং টাইগার্স ক্রিকেট টুর্নামেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, ডিসেম্বর ২৫, ২০১৬
মাগুরায় শুরু হয়েছে ইয়াং টাইগার্স ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট এর প্রতীকী ছবি

মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে রোববার (২৫ ডিসেম্ববর) থেকে শুরু হয়েছে ইয়াং টাইগার্স জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট।

মাগুরা: মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে রোববার (২৫ ডিসেম্ববর) থেকে শুরু হয়েছে ইয়াং টাইগার্স জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

সকাল সাড়ে নয়টায় অতিরিক্ত জেলা প্রশাসক আজমুল হক প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি সৈয়দ সাদ্দাম হোসেন গোর্কি উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় ঝিনাইদহ জেলা দল ৪ উইকেটে কুষ্টিয়া জেলা দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৫ ওভারে ৯ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে কুষ্টিয়া। জবাবে ঝিনাইদহ জেলা দল ৪২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।