ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাগুরায় শুরু হয়েছে ইয়াং টাইগার্স ক্রিকেট টুর্নামেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
মাগুরায় শুরু হয়েছে ইয়াং টাইগার্স ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট এর প্রতীকী ছবি

মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে রোববার (২৫ ডিসেম্ববর) থেকে শুরু হয়েছে ইয়াং টাইগার্স জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট।

মাগুরা: মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে রোববার (২৫ ডিসেম্ববর) থেকে শুরু হয়েছে ইয়াং টাইগার্স জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

সকাল সাড়ে নয়টায় অতিরিক্ত জেলা প্রশাসক আজমুল হক প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি সৈয়দ সাদ্দাম হোসেন গোর্কি উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় ঝিনাইদহ জেলা দল ৪ উইকেটে কুষ্টিয়া জেলা দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৫ ওভারে ৯ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে কুষ্টিয়া। জবাবে ঝিনাইদহ জেলা দল ৪২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।