ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

‘ড্র’ ম্যাচে আল আমিনের ব্যাটে দৃঢ়তা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩০, ডিসেম্বর ৩০, ২০১৬
‘ড্র’ ম্যাচে আল আমিনের ব্যাটে দৃঢ়তা ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আল আমিন/ছবি: সংগৃহীত

জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দৃঢ়তা দেখিয়েছেন বরিশালের মিডলঅর্ডার ব্যাটসম্যান আল আমিন।

ঢাকা: জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দৃঢ়তা দেখিয়েছেন বরিশালের মিডলঅর্ডার ব্যাটসম্যান আল আমিন।

২৩৬ রানের জয়ের লক্ষ্যে নামা বরিশাল ৬ উইকেটে ১৭১ রান তোলার পর দিনের খেলা শেষ হয়ে যায়। ৭৩ বলে ১০টি চারের সাহায্যে ৬৯ রানের ইনিংস খেলে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হন আল আমিন।  

আবু হায়দার রনি তিনটি ও ইলিয়াস সানি নেন দুটি উইকেট।

ঢাকা মেট্রো তাদের দ্বিতীয় ইনিংসে আগের দিনের ৪ উইকেটে ১৩৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে। খুব বেশি দূর ইনিংস টেনে নিতে পারেননি মেট্রোর ব্যাটসম্যানরা। মনির হোসেন ও সোহাগ গাজীর দুর্দান্ত বোলিংয়ে ২২৩ রানে থেমে যায় মেট্রোর ইনিংস।

সর্বোচ্চ ৫৪ রান আসে মার্শাল আইয়ুবের ব্যাট থেকে। মেহরাব হোসেন (জুনিয়র) করেন ৩৯ রান। সৈকত আলীর ব্যাট থেকে আসে ৩৩ রান।  

মনির হোসেন ও সোহাগ গাজী নেন তিনটি করে উইকেট। তৌহিদুল ইসলাম, সালমান হোসেন ও সালেহ আহমেদ শাওন একটি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে ৫৭ রানের লিড পাওয়ায় বরিশালের জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৩৬ রান। জয়ের পথে হাঁটতে গিয়ে ৩৯ রানে ৩ উইকেট পড়ে যাওয়ায় জয়ের দিকে ছোটার ঝুঁকি নেয়নি বরিশাল।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আল আমিন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ৩০ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ