ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

আরাফাত সানির ৫ দিন রিমান্ড চেয়েছে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
আরাফাত সানির ৫ দিন রিমান্ড চেয়েছে পুলিশ ক্রিকেটার আরাফাত সানি (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

রোববার (২২ জানুয়ারি) ভোরে সাভারের আমিনবাজার থেকে তাকে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতারের পর আদালতে পাঠায় মোহাম্মদপুর থানা পুলিশ।

পরে এক সংবাদ সম্মেলনে তেজগাঁও জোনের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, এক তরুণীর আপত্তিকর ছবি আরাফাত সানির মোবাইল থেকে অন্য কোথাও পাঠানো হয়েছে।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি আইনে তার ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) জামাল উদ্দিন বাংলানিউজকে জানান, তথ্যপ্রযুক্তি আইনে এক তরুণীর মামলার পরিপ্রেক্ষিতে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, গত ৫ জানুয়ারি তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

** তথ্যপ্রযুক্তি আইনে ক্রিকেটার আরাফাত সানি গ্রেফতার

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
আরএটি/টিআই/এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।