ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

ছুটিতেও কড়া নজরদারীতে থাকবেন ক্রিকেটাররা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
ছুটিতেও কড়া নজরদারীতে থাকবেন ক্রিকেটাররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউজিল্যান্ড সফরে গিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা যেভাবে ইনজুরিতে পড়েছেন তাতে নড়েচড়ে বসেছে বিসিবি। মোস্তাফিজ, মুশফিক, ইমরুল ও মুমিনুলদের ইনজুরিতে শঙ্কায় খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তাই নিউজিল্যান্ড সফর শেষে টাইগার স্কোয়াড দেশে ফিরলে তাদের ফিটনেসের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হবে বলে জানালেন পাপন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) গণমাধ্যমকে তিনি এ বিষয়ে বিস্তারিত জানান।

পাপন জানান, ‘অনুশীলন ক্যাম্প থেকে শুরু করে ক্রিকেটাররা যখন ছুটিতে নিজ নিজ বাড়িতে থাকবেন তখনও তাদের কড়া নজরদারীতে রাখা হবে।

যাতে করে তারা ফিটনেস হারিয়ে না ফেলে। প্লেয়াররা যখন ক্যাম্পে থাকে তখন তাদের ফিটনেস বেশ ভালো থাকে। কিন্তু ছুটিতে গেলে তা পুরোপুরি বদলে যায়। একমাস ছুটি কাটিয়ে আসার পরে চেনাই যায় না। তাই আমরা ঠিক করেছি তাদের বাড়িতেও আমাদের মনিটরিংয়ের ব্যবস্থা রাখবো। ’

এদিকে টাইগারদের ফিটনেসকে আরও উন্নত করতে বিশ্বখ্যাত প্রোটিয়া ফিল্ডার জন্টি রোডসকে পরামর্শক হিসেবে নিয়োগের কথাও ভাবছে বিসিবি। আপাতত বিষয়টি আলোচনার পর্যায়ে আছে। সব কিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই হয়তো তাকে টাইগারদের ডেরায় দেখা যাবে।   
      
পাপন যোগ করেন, ‘ফিটনেসের প্রতি আমরা আরও বেশি জোর দেব। জন্টি রোডসের মতো ফিল্ডিং পরামর্শক আমরা নিয়ে আসার চেষ্টা করছি। কারণ এ বছর যে হারে আমাদের দেশের বাইরে খেলা, তাতে ভালো ফিটনেস থাকাটা জরুরি। পর্যাপ্ত ফিটনেস না থাকলে তারা পেরে উঠবে না। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ’

এদিকে ফেব্রুয়ারির ৯-১৩ তারিখ হায়দ্রাবাদে স্বাগতিক ভারতের বিপক্ষে বাংলাদেশের একটি টেস্ট খেলার কথা থাকলেও ঐতিহাসিক এই ম্যাচটিকে সামনে রেখে এখনও ভেন্যু চূড়ান্ত হয়নি বলেও জানালেন পাপন, ‘ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে একটা প্রস্তুতি ম্যাচ হবে। তবে ভেন্যু বিষয়ে এখনও আমাদের কাছে চূড়ান্ত কিছু বলেনি তারা। টেস্ট হবে এটা নিশ্চিত, তবে কোথায় হবে সেটা জানি না। হায়দ্রাবাদ না হয়ে অন্য কোথাও হলেও আমাদের সমস্যা নেই। ’

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ২৪ জানুযারি ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad