ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

হায়দ্রাবাদেই বাংলাদেশ-ভারত টেস্ট, থাকছে প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
হায়দ্রাবাদেই বাংলাদেশ-ভারত টেস্ট, থাকছে প্রস্তুতি ম্যাচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৯-১৩ ফেব্রুয়ারি হায়দ্রাবাদেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যকার বহু প্রতিক্ষীত টেস্ট ম্যাচটি। শুক্রবার (২৭ জানুয়ারি) সিরিজের সূচি বিসিবি ও বিসিসিআই যৌথভাবে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়। আগামী ০২ ফেব্রুয়ারি ভারতের হায়দ্রাবাদে পৌঁছুবে বাংলাদেশ দল।

সাকিব-তামিম-মুশফিকদের দলটি সাদা পোশাকের একমাত্র টেস্ট খেলবে এই হায়দ্রাবাদেই।

এই সফরের মধ্যদিয়ে টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো স্বাগতিক ভারতের বিপক্ষে তাদের মাটিতে খেলবে টাইগাররা।

টেস্টে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচও খেলবে মুশফিক বাহিনী। ভারত ‘এ’ দলের বিপক্ষে খেলবে টাইগাররা। ম্যাচটি অনুষ্ঠিত হবে স্থানীয় জিমখানা গ্রাউন্ডে (সেকুন্দ্রাবাদে)।

সফর শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছুবে বাংলাদেশ।

০২ ফেব্রুয়ারি হায়দ্রাবাদে পৌঁছে বাংলাদেশ দল ০৩ ও ০৪ ফেব্রুয়ারি বিশ্রাম নেবে। তবে, সূচিতে থাকা অনুশীলনও রাখা হয়েছে। ০৫ ও ০৬ ফেব্রুয়ারি রাহুল দ্রাবিড়ের ভারত ‘এ’ দলের বিপক্ষে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ০৭ ফেব্রুয়ারি আবারো বিশ্রাম/অনুশীলন রাখা হয়েছে। ০৮ ফেব্রুয়ারি অনুশীলনে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে টাইগাররা। জানানো হয়, ৭ ও ৮ ফেব্রুয়ারি টেস্ট ম্যাচের ভেন্যু রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করবে সফরকারীরা।

০৯ থেকে ১৩ ফেব্রুয়ারি বিরাট কোহলির ভারতের বিপক্ষে হায়দ্রাবাদে একমাত্র টেস্টে মুখোমুখি হবে মুশফিক বাহিনী। পরের দিন ঢাকায় পৌঁছুবে বাংলাদেশ।

বাংলাদেশের প্রথম ওয়ানডে জয় হায়দ্রাবাদেই। ১৯৯৮ সালে হায়দ্রাবাদের লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে কেনিয়ার বিপক্ষে ওয়ানডেতে প্রথম জয়টি পেয়েছিল বাংলাদেশ। এবার ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্টটি হায়দ্রাবাদে হলেও তা হবে রাজীব গান্ধী স্টেডিয়ামে।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৭ বছরের মাথায় দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবার ভারত যাচ্ছে বাংলাদেশ। ভারত অনেকবারই বাংলাদেশ সফর করেছে। ২০০৪, ২০০৭, ২০১০ ও ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে চারটি টেস্ট সিরিজ খেলেছে তারা।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৭
এমআরপি/এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।