ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আগুন আতঙ্কে নিউজিল্যান্ড-দ.আফ্রিকা টেস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
আগুন আতঙ্কে নিউজিল্যান্ড-দ.আফ্রিকা টেস্ট ছবি:সংগৃহীত

ডুনেডিনে চলমান নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্টে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে দু’দলের সব ক্রিকেটারকে মাঠের মাঝে নিরাপদ জায়গায় যেতে বলা হয়। যার ফলে ম্যাচটি ২০ মিনিট বন্ধ থাকে। পরে দমকল কর্মীরা এসে ব্যাপারটি নিয়ন্ত্রণ নেয়।

খেলা চলার মাঝেই হঠাৎ আগুনের অ্যালার্ম বেজে ওঠে। পরে খেলোয়াড় থেকে শুরু করে, আম্পায়ার, ধারাভাষ্যকার, টিভি স্টাফ ও অনান্য কর্মীদের নিরপদে চলে যাওয়া নিদের্শ দেওয়া হয়।

পুরো মাঠের দর্শকরা এ সময় ছত্রভঙ্গ হয়ে যায়। কিন্তু ঠিক কি কারণে এমন ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে এখন পর্যন্ত জানা যায়নি।

পরে ক্রিকেটারদের আবারও মাঠে এসে খেলা শুরু করার জন্য আম্পায়ারদের বলা হয়। দ.আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ৩০৮ রান করে। জবাবে নিউজিল্যান্ড ৩৪১ করে সবকটি উইকেট হারায়। প্রোটিয়ারা এখন নিজেদের দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিং করছে।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৭
এমএসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।