ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিম-ইমরুলকে জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
তামিম-ইমরুলকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসির আচরণ বিধি ভাঙায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুণতে হচ্ছে তামিম ইকবাল ও ইমরুল কায়েসকে।

শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টের দ্বিতীয় দিন কলম্বোয় তামিমের প্যাডে বল লাগে। লঙ্কানরা এলবির আবেদন করেন।

কিন্তু, তামিম আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করতে ব্যাট দেখান। যা খেলোয়াড়সুলভ আচরণের বাইরে মনে হয়েছে আইসিসির ম্যাচ রেফারির।

এদকি, ইমরুলের জরিমানাও হয়েছে একই অভিযোগে। এলবির আবেদনের সময় ইমরুল নিজের থাই প্যাডে ইঙ্গিত করে বোঝাতে চেয়েছেন যে বল সেখানেই লেগেছে।

আইসিসি আচরণবিধির ২.১.১ অনুযায়ী এটি খেলার চেতনাবিরোধী কাজ।

তবে, ম্যাচ রেফারির কাছে অভিযোগ মেনে নেওয়ায় তামিম ও ইমরুলের আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি। জরিমানার সঙ্গে একটি করে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ১৭ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।