ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

র‌্যাংকিংয়ে না, কোচের চোখ শেষ ম্যাচে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
র‌্যাংকিংয়ে না, কোচের চোখ শেষ ম্যাচে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে কলম্বোয় অবস্থান করছে সিরিজে ১-০তে এগিয়ে থাকা টাইগাররা। শেষ ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ নিশ্চিত করতে আত্মবিশ্বাসী টাইগাররা। চোখ রাখছে র‌্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার।

প্রথম ওয়ানডে ম্যাচে ৯০ রানের বিশাল জয়ের পর দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি গত মঙ্গলবার (২৮ মার্চ) বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

তবে, র‌্যাংকিং নিয়ে কিছুই ভাবছেন না টাইগারদের লঙ্কান কোচ চন্দিকা হাথুরুসিংহে।

২০১৯ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে শক্ত অবস্থানে থাকতে হবে। সেই হিসেব মেলাতে বাকিরা ব্যস্ত থাকলেও নির্ভার থাকছেন হাথুরুসিংহে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শীর্ষ সাত দলের সঙ্গে সরাসরি বিশ্বকাপে খেলবে ইংল্যান্ড।

কলম্বোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাথুরুসিংহে জানান, ‘আমি র‌্যাংকিংয়ের হিসেব আর রেটিং পয়েন্ট নিয়ে কিছুই আপাতত ভাবছি না। এসব থেকে দূরে থাকতে চাইছি। আমার ভাবনায় শুধুই শেষ ম্যাচটিতে জয়। ’

হাথুরুসিংহে আরও যোগ করেন, ‘র‌্যাংকিং অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা দলের সকল সমর্থকদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আপনাদের (সাংবাদিক) জন্যও এটা গুরুত্বপূর্ণ। এ মুহূর্তে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো ম্যাচ জেতা। শেষ ম্যাচটি যদি আমরা জিতি, র‌্যাংকিংয়ে আমরা এমনিতেই ভালো করব। তাই আগে ম্যাচ নিয়ে ভাবতে চাই। ’

বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৯৩। শেষ ম্যাচ জিতলে আরও দুই রেটিং পয়েন্ট যোগ হবে। আর হেরে গেলে কমবে ১ পয়েন্ট। এ মুহূর্তে টাইগারদের অবস্থান সাত নম্বরে। ৮৯ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে পাকিস্তান। আর ৮৪ রেটিং নিয়ে নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি আগামী ১ এপ্রিল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। এরপর ৪ এবং ৬ এপ্রিল প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচই।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ৩০ মার্চ ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।