ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টির বড় এই টুর্নামেন্ট প্রসঙ্গে টেন্ডুলকার জানান, ‘আমি সত্যিই অবাক এতো বড় একটি টুর্নামেন্ট তার নয়টি আসর পার করেছে সফলতার সঙ্গে। ’
ভারতের আইপিএল চালুর পর বিশ্ব ক্রিকেটে আরও অনেক দেশেই আইপিএলের আদলে টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু করা হয়।
ভারতের গ্রেট এই ক্রিকেটার আরও জানান, ‘আমি ভেবেছিলাম এই টুর্নামেন্ট খুব একটা প্রতিযোগিতামূলক হবে না। ক্রিকেটাররা এখানে নিজেদের সেরাটা ঢেলে দেয়। ফলে, টুর্নামেন্টের অগ্রগতি খুব দ্রুতই হয়েছে। এখানে খেলা তরুণ ক্রিকেটাররা পারফর্ম করেই নিজেদের প্রমাণ দেয়। নিজ নিজ দেশের জার্সিতে তারা খেলার সুযোগ পায়। ক্রিকেটকে এগিয়ে নিতে এই টুর্নামেন্ট বেশ বড় ভূমিকা রাখছে। ’
০৫ এপ্রিল শুরু হওয়া দশম এই আসরটি শেষ হবে ২১ মে ফাইনালের মধ্যদিয়ে। ফ্রাঞ্চাইজিভিত্তিক আট ক্লাবের অংশগ্রহণে এবারের আইপিএল জমে উঠবে। দিনের খেলাগুলো শুরু হচ্ছে বাংলাদেশ সময় বিকেল ৪.৩০ মিনিটে। আর রাতের খেলাগুলো শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে। ফাইনাল সহ মোট ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হবে দশম আসরে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ০৬ এপ্রিল ২০১৭
এমআরপি