আগে ব্যাট করা বিরাট কোহলিহীন বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৫৭ রান। জবাবে, ৯ উইকেট হারিয়ে ১৪২ রানে থামে দিল্লির ইনিংস।
এই ম্যাচেও কাঁধের ইনজুরির কারণে ছিলেন না বেঙ্গালুরুর নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেন ওয়াটসন। ওপেনিংয়ে নামা ক্রিস গেইল ৬ রান করেই বিদায় নেন। দলপতি ওয়াটসন করেন ২৪ বলে ২৪ রান। মানদ্বীপ সিংয়ের ব্যাট থেকে আসে ১২ রান।
ইনিংস সর্বোচ্চ ৬৯ রান করেন কেদার যাদব। তার ৩৭ বলের ইনিংসে ছিল ৫টি করে চার ও ছক্কার মার। ১৮ বলে ১৬ রান করেন স্টুয়ার্ট বিন্নি। পবন নেগি করেন ১০ রান।
দিল্লির হয়ে ৪ ওভারে ২১ রান খরচায় তিনটি উইকেট দখল করেন ক্রিস মরিস। দলপতি জহির খান নেন দুটি উইকেট। প্যাট কামিন্স একটি উইকেট নেন। শাহবাজ নাদিম ৪ ওভারে মাত্র ১৩ রানের বিনিময়ে তুলে নেন একটি উইকেট।
১৫৮ রানের টার্গেটে খেলতে নেমে দিল্লির ওপেনার আদিত্য তারে ১৮ রান করে ফেরেন। আরেক ওপেনার স্যাম বিলিংস করেন ২৫ রান। সঞ্জু স্যামসনের ব্যাট থেকে আসে ১৩ রান। অন্যপ্রান্তে সতীর্থদের যাওয়া-আসার মিছিলে টিকে ছিলেন উঠতি তারকা রিশব প্যান্থ। তরুণ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান শেষ ওভারে আউট হওয়ার আগে ৩৬ বলে তিনটি চার আর চারটি ছক্কা হাঁকিয়ে করেন ৫৭ রান।
বেঙ্গালুরুর হয়ে দুটি করে উইকেট পান স্টানলেক, ইকবাল আবদুল্লাহ, পবন নেগি। একটি করে উইকেট তুলে নেন চাহাল, টাইমাল মিলস আর ওয়াটসন।
বাংলাদেশ সময়: ০৫৫৮ ঘণ্টা, ০৯ এপ্রিল ২০১৭
এমআরপি