ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডিপিএলে অনিশ্চিত জাতীয় দলের খেলোয়াড়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
ডিপিএলে অনিশ্চিত জাতীয় দলের খেলোয়াড়রা ডিপিএলে অনিশ্চিত জাতীয় দলের খেলোয়াড়রা/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আগামী ১২ এপ্রিল শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চতুর্থ আসর। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ওয়ানডে টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়রা কতগুলো ম্যাচ খেলতে পারবেন তা এখনো নিশ্চিত নয়।

আগামী ২৬ এপ্রিল সাসেক্সের উদ্দেশে দেশ ছাড়ার কথা ন্যাশনাল টিমের। সেখানেই আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের (১২ মে শুরু) প্রস্তুতি নেবে টাইগাররা।

এরপর চ্যাম্পিয়নস ট্রফি (১ জুন থেকে) সামনে রেখে ইংল্যান্ডে ট্রেনিং ক্যাম্প করবে। সাসেক্সেই দলের সঙ্গে যোগ দিতে পারেন কোচ চন্ডিকা হাতুরুসিংহে।

জানা যায়, ডিপিএলে ন্যাশনাল টিমের খেলোয়াড়দের অংশগ্রহণ, আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর নিয়ে রোববার (৯ এপ্রিল) বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত জানিয়েছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

সাসেক্সে দশদিনের ক্যাম্প শেষে আয়োজক ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে যাবে টিম বাংলাদেশ। এ সিরিজটি শেষেই ইংল্যান্ড ও ওয়েলসে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি মিশনে নামবে লাল-সবুজ জার্সিধারীরা। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ৯ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।