স্বয়ং অন্তর্বর্তীকালীন অধিনায়ক শেন ওয়াটসন এমন ইঙ্গিত দিয়েছেন। সবশেষ ম্যাচে (৮ এপ্রিল) দিল্লি ডেয়ারডেভিলসকে হারানোর পর দলের তারকা খেলোয়াড়দের ফিটনেস নিয়ে প্রশ্নের মুখে পড়েন বেঙ্গালুরু দলপতি।
সোমবার (১০ এপ্রিল) একমাত্র ম্যাচে মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে বেঙ্গালুরু। যারা রাইজিং পুনে সুপারজায়ান্টকে হারিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে। খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
গত ৫ এপ্রিলের উদ্বোধনী ম্যাচটিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদের মাঠে ২০৮ রান তাড়া করতে নেমে ৩৫ রানে হেরে যায় গতবারের ফাইনালিস্টরা। দিল্লির বিপক্ষে আসরের প্রথম জয় তুলে নেয় কোহলি-ডি ভিলিয়ার্স বিহীন বেঙ্গালুরু। ১৫৭ রান করেও দিল্লিকে ১৪২-এ আটকে রাখে।
প্রসঙ্গত, শুরুতে ডান কাঁধের ইনজুরি আক্রান্ত কোহলির জায়গায় ডি ভিলিয়ার্সের অধিনায়ক হওয়ার কথা ছিল। কিন্তু পিঠের ইনজুরিতে উদ্বোধনী ম্যাচেই ছিটকে যান দক্ষিণ আফ্রিকান আইকন। এর আগে নিজ দেশের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট মোমেন্টাম কাপের ফাইনাল (৩১ মার্চ) মিস করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ৯ এপ্রিল, ২০১৭
এমআরএম