ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএল খেলতে ঢাকা ছাড়ছেন মোস্তাফিজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
আইপিএল খেলতে ঢাকা ছাড়ছেন মোস্তাফিজ ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ারন লিগ (আইপিএল) এর গত মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে বল হাতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কাঁপন ধরিয়েছিলেন টাইগার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দলটির হয়ে এই মৌসুমেও তেমন কিছু করতেই মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে ভারত যাচ্ছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলে গত শুক্রবার (৭ এপ্রিল) দেশে ফিরে গ্রামের বাড়ি সাতক্ষীরায় গিয়েছিলেন ‘ফিজ’। দু’দিনের সংক্ষিপ্ত সফর শেষে সোমবার (১০ এপ্রিল) ঢাকায় ফিরেছেন এই টাইগার পেস ওয়ান্ডার।

তবে আইপিএলে খুব বেশি ম্যাচ খেলতে পারবেন না মোস্তাফিজ। কেননা মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ২৬ এপ্রিল টাইগাররা দেশ ছাড়বে।

আয়ারল্যান্ডে সিরিজের আগে ইংল্যান্ডের সাসেক্সে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা। এই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, ‘আইপিএলে খেলা থাকায় সাকিব ও মোস্তাফিজ শেষের দিকে ইংল্যান্ডে যোগ দেবে। আমরা দুই-তিন জন প্লেয়ার বেশি নিয়ে যাব। ব্যাকআপ প্লেয়ার রাখার একটা পরিকল্পনা আছে। তাছাড়া কিছু প্লেয়ার তৈরি করারও চেষ্টা করছি, খেলতে গিয়ে দল যেন সমস্যায় না পড়ে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে। ’

সাসেক্সে বাংলাদেশ দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বলেও জানিয়েছেন এই ক্রিকেট পরিচালনা প্রধান।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।