ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

সাংবাদিক মুনির হোসেন প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৫, মে ১৯, ২০১৭
সাংবাদিক মুনির হোসেন প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সাংবাদিক মুনির হোসেন প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

বরিশাল: বরিশালে রিপোর্টার বনাম ফটো সাংবাদিকদের মধ্যে সাংবাদিক মুনির হোসেন স্মৃতি প্রীতি ক্রিকেট ম্যাচ-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে শুক্রবার (১৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এ খেলার অনুষ্ঠিত হয়।

সাংবাদিক মুনির হোসেনের অনুজ সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি এ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ফটো সাংবাদিক একাদশ।

নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান করে রিপোর্টার একাদশ। পরবর্তীতে ১২৪ রানের টার্গেটে ব্যাটিং এ নেমে সব উইকেট হারিয়ে ২২ রানে পরাজিত হয় ফটো সাংবাদিক একাদশ। সেরা খেলোয়ার হিসেবে বিজয়ী দলের ওপেনার ব্যাটসম্যান যুগান্তরের শাওন খান ম্যান অব দি ম্যাচ পুরস্কার পান।

খেলা পরবর্তীতে শুভেচ্ছা স্মারক বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মো. মারুফ হাসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম রুহুল আমিন।

সাংবাদিক সাইফুর রহমান মিরনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন- বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী মফিজুল ইসলাম, বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি এমএম আমজাদ হোসাইন, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, দৈনিক বিপ্লবী বাংলাদেশের সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, দৈনিক বরিশাল আজকালের প্রকাশক ডা. আনোয়ার হোসেন প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এমএস/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।