তিনদিন আগে কিউইদের কাছে হেরে যায় বাংলাদেশ। ২৪ মে আবারো মুখোমুখি হবে দু’দল।
চ্যাম্পিয়নস ট্রফি (১ জুন শুরু) সামনে রেখে এবং র্যাংকিং বিবেচনায় নিউজিল্যান্ড ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে থাকছে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো অ্যাওয়ে ম্যাচ জেতার হাতছানি!
জিতলেই শ্রীলঙ্কাকে হটিয়ে র্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে শোভা পাবে বাংলাদেশের নাম। যোগ হবে তিন রেটিং পয়েন্ট। লঙ্কানদের সমান ৯৩ রেটিং পয়েন্ট হলেও পয়েন্টের ভগ্নাংশ হিসেবে এগিয়ে থাকবে টাইগাররা। ম্যাচ হারলে কমবে ১ রেটিং পয়েন্ট। তবে অবস্থান থাকবে অপরিবর্তিত।
বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়ানোর বিকল্প নেই। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান (৮৮)। ৯ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ (৭৯)। বলা বাহুল্য, আট দলের অংশগ্রহণে মর্যাদাপূর্ণ চ্যাম্পিয়নস ট্রফিতে দর্শক ভূমিকায় থাকবে ক্যারিবীয়রা।
আগামী ৩০ সেপ্টেম্বরের র্যাংকিংয়ে স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে শীর্ষ আটে থাকা দলগুলো সরাসরি ২০১৯ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। সেই লক্ষ্যেই হাঁটছে টিম বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ২০ মে, ২০১৭
এমআরএম