বাহরাইন জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ইরফান পাঠানের ইরফান ফ্যালকন্সকে ৬৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছে মিসবাহ উল হকের নেতৃত্বাধীন মিসবাহ ঈগলস।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ২৪৪ রানের বিশাল পুঁজি পায় মিসবাহ ঈগলস।
ব্যাটিংয়ে নেমে অধিনায়ক মিসবাহ তুলে নেন শতক। মাত্র ৩৮ বল মোকাবেলা করে মিসবাহ করেন ১২১ রান। তার ঝড়ো এই ইনিংসে ছিল ১০টি ছক্কার মার। আফ্রিদিও ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। ৪৯ বল মোকাবেলায় ৫ ছয়ের সাহায্যে ৭৯ রান করেন তিনি।
বল হাতে ইরফান ফ্যালকন্সের ফাইয়াজ আহমেদ দু’টি উইকেট দখল করেন।
ইরফান ফ্যালকন্সের হয়ে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস ও বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল দারুণ ব্যাট করেন। ৩৩ বল মোকাবেলায় স্যামুয়েলসের ৬৯ রানের বিপরীতে ৩৬ বল খেলে ৪৪ রান করেন আশরাফুল। ঈগলসের রানা নাভেদ, সোহেল তানভির ও মিসবাহ একটি করে উইকেট নেন।
চলমান ডিপিএলের আসরে প্রথমবার গাজী গ্রুপকে হারিয়ে কলাবাগানের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল ম্যাচের পরপরই উড়াল দিয়েছিলেন বাহরাইনে। দ্বিতীয়বারের মতো বাহরাইনের এই আয়োজনে খেললেন আশরাফুল। তিনি ছাড়াও বাংলাদেশ থেকে এবার সুযোগ পেয়েছিলেন পেসার মোহাম্মদ শরীফ।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ২০ মে ২০১৭
এমআরপি