স্কটিশরা হারিয়ে দিয়েছে লঙ্কানদের। সেটিও আবার বড় ব্যবধানে।
আগে ব্যাট করে শ্রীলঙ্কা ৪৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে করে ২৮৭ রান। ৪২.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্কটল্যান্ড। দুই স্কটিশ ওপেনার ২০১ রানের জুটি গড়েন। নিজেরাও সেঞ্চুরি করেন।
লঙ্কারদের ইনিংসে ওপেনার কুশল পেরেরা ৫৭, উপুল থারাঙ্গা ২০ রান করেন। কুশল মেন্ডিস ১ রান করেন। দিনেশ চান্দিমাল ৭৯, দলপতি ম্যাথুজ ১৫, কাপুগেদারা ৭১, গুনারত্নে ২৭ রান করেন। থিসারা পেরেরা, সান্দাকান, লাকমল, নুয়ান প্রদীপ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
২৮৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে স্কটল্যান্ডের ওপেনার ম্যাথু ক্রস ১২৩ বলে ৮টি চার আর একটি ছক্কায় করেন ১০৬ রান। আরেক ওপেনার কাইল কোয়েতজার ব্যাটে ঝড় তুলে ৮৪ বলে করেন ১১৮ রান। তার ইনিংসে ছিল ১৫টি চার আর ৪টি ছক্কার মার। ১৯ রানে অপরাজিত থাকেন বেরিংটন। ডি লাঙ্গে ১৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
লঙ্কানদের হয়ে একটি করে উইকেট পান পেরেরা, সান্দাকান আর ম্যাথুজ।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ২২ মে ২০১৭
এমআরপি